এবার জাল ওষুধ নিয়ে বিহার, উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিল রাজ্য। এর পাশাপাশি চিঠি দেওয়া হচ্ছে দিল্লিকেও। জাল ওষুধের তদন্ত করতে গিয়ে বিহার, উত্তরপ্রদেশের সরাসরি যোগ থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তে উঠে এসেছে বিহার, উত্তরপ্রদেশের একাধিক জায়গার নাম যেখানে এই ওষুধ তৈরি হচ্ছে। তা উল্লেখ করে প্রয়োজনীয় রিপোর্ট দেওয়ার আবেদন। আগামী সপ্তাহে দিল্লিকেও বিস্তারিত তথ্য নিয়ে চিঠি দেওয়া হচ্ছে রাজ্যের তরফে। নবান্ন সূত্রের খবর, দিল্লিতেও জাল ওষুধ তৈরির একাধিক প্রমাণ পাওয়া যাচ্ছে।
প্যানটোপ্রাজল, ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। ডক্টর রেড্ডি, অ্যাবট, সিপলার মতো নামি কোম্পানির ওষুধ ব্যান করা হয়। বেশ কিছু ওষুধ শিডিউল এইচ টু ড্রাগ। তবে স্ক্যান করে সঠিক তথ্য পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। ওষুধগুলোকে বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট রাজ্যের ড্রাফ কন্ট্রোল কে জানানো হচ্ছে যে আদৌ সঠিক ওষুধ কিনা। উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই ওষুধ কেনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ড্রাগ কন্ট্রোল জানতে পেরেছে। উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোল কে এই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে।