ফের খুন বেলঘরিয়াতে। দলীয় কার্যালয়ের সামনে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, বুধবার সকালে বেলঘরিয়ায় তৃণমূল কার্যালয়ের সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখা যায় পড়ে রয়েছেন তৃণমূল কর্মী রেহান খান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়রা যুবককে উদ্ধার করে সাগরদত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে বেলঘরিয়ায় দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন ওই যুবক। অভিযোগ, সেইসময় একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লাগে রেহানের ঘাড়ে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রাতভর সেখানেই পড়েছিলেন যুবক। বেলঘরিয়ার তৃণমূল কার্যালয় চত্বর স্বাভাবিকভাবেই জনবহুল। তা সত্ত্বেও কেন কেউ যুবককে উদ্ধার করলেন না? পুলিশের কাছে খবর পৌঁছতে কেন এত দেরি? এর পাশাপাশি গোটা ঘটনায় বড় প্রশ্ন, কেন এই হত্যাকাণ্ড? রাজনীতির কারণেই খুন নাকি অন্যকিছু? পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দ্রুতই অভিযুক্তদের ধরা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন