কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। আগামী ২৪ ঘণ্টা গ্রেপ্তার করা যাবে না অর্জুন সিংকে। কলকাতা হাই কোর্ট আজ বুধবার এমন নির্দেশ দিয়েছে। জগদ্দল গুলি কাণ্ডে বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছিল। গতকাল বারাকপুর এসিজেএম আদালতের বিচারক মণিকা চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। আজ বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি হয়। সেখানেই সাময়িক স্বস্তি পেলেন এই বিজেপি নেতা। অর্জুন সিংয়ের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। মৌখিক সেই নির্দেশ এদিন বিচারপতি দিয়েছেন। আগামিকাল ফের এই মামলার শুনানি রয়েছে। সেই শুনানি পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন