তিনি প্রয়াত হয়েছেন প্রায় তিন বছর আগে। এবার শেন ওয়ার্নের মৃত্যুরহস্যে নয়া মোড়। সম্প্রতি জানা যাচ্ছে, থাইল্যান্ডে তাঁর ঘরে একটি বোতল ছিল। যেটা সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ অফিসারকে সেই বোতলটি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু কী ছিল সেই বোতলে? জানা যাচ্ছে, ওই বোতলে 'কামাগ্রা' নামের একটি যৌন শক্তিবর্ধক ওষুধ ছিল। এক পুলিশ অফিসার 'ডেইলি মেল'কে জানিয়েছেন, উপর মহল থেকে ওষুধটি সরিয়ে দেওয়ার আদেশ এসেছিল। ২০২২-র ৩ মার্চ থাইল্যান্ডে প্রয়াত হন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তাঁর। এবার ওয়ার্নের প্রয়াণে ওই যৌন শক্তিবর্ধক ওষুধের কোনও ভূমিকা ছিল কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
ওই পুলিশ অফিসারের বক্তব্য, "আমাদের আদেশ দেওয়া হয়েছিল ওই বোতলটা সরিয়ে দেওয়ার। উপর মহল থেকে আদেশটা এসেছিল। আমার মনে হয় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ চায়নি, তাদের কিংবদন্তির শেষ জীবনে কোনও রকম কলঙ্কের দাগ লাগুক। তাই শেষ পর্যন্ত রিপোর্ট আসে যে, ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এর বাইরে আর কোনও কারণ দেখানো হয়নি। 'কামাগ্রা'র প্রসঙ্গে কোথাও ছিল না। এর পিছনে শক্তিশালী লোকেদের হাত রয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন