প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে কে নিযুক্ত হলেন জানেন? মন্ত্রিসভা নিয়োগ কমিটির চূড়ান্ত অনুমোদন, নিধি তিওয়ারি। প্রধানমন্ত্রীর নতুন ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আইএফএস নিধি তিওয়ারি। ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আইএফএস নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশের ২০১৪ ব্যাচের আইএফএস অফিসার নিধি তিওয়ারি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছেন। ২৯ মার্চ জারি করা নির্দেশে বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তিওয়ারিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ২০১৪ ব্যাচের আইএসএফ নিধি তিওয়ারি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর দক্ষতার পরিচয় দেন। নয়া দায়িত্বে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করতে হবে এবং বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের পদটি খুবই গুরুত্বপূর্ণ। এই পদে কর্মকর্তা আমলা কেবল প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফাইল এবং বৈঠক পরিচালনা করেন না, বরং নীতি নির্ধারণ এবং প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ কাজেও তিনি জড়িত থাকেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন