রেড রোডে ইদের নমাজ পাঠের অনুষ্ঠানে গিয়ে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের ফাঁদে পা না দেওয়ার আর্জি জানান তিনি।
প্রতি বছরের মতো এবারও ইদের সকালে রেড রোডে হাজির হন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাম-বিজেপিকে একসঙ্গে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমিমি বিদেশ থেকে ফিরেছি। বাম এবং রাম রাজ্যে বিভাজনের রাজনীতি চায়। আমি অশান্তি চাই না। কেউ কিছু বলতে এলে বলবেন দিদি আছে, অভিষেক আছে, সরকার আছে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যারা উল্টোপাল্টা বলছে, বলতে দিন। কিন্তু তাতে কান দেবেন না। তাতে গুরুত্ব পেয়ে যাবে। লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে। নিজেদের ইজ্জত রক্ষায় আমরা একাই একশো। আপনাদের সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান মিথ্যে। আমাকে যত পারুন গালাগালি দিন। আমার সঙ্গে আপনারা আছেন, আমি আর কিছু পরোয়া করি না। কোনও দাঙ্গা করতে দেবেন না। ওদের স্লোগান দাঙ্গা করো, আমাদের স্লোগান দাঙ্গা রোখো। ওদের ফাঁদে পা দেবেন না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন