প্রায় ২২ বছর তিনি ভাত খাননি, রুটিও বাদ দিয়েছিলেন খাবারের তালিকা থেকে। খেতেন মুড়ি-চিঁড়ের মতো খাবার। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে ২২ বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিদিনের খাবারের তালিকায় ফিরিয়ে এনেছেন ভাত। এমন কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। আর রবিবার শিলিগুড়ি-তে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানালেন গত ২০ বছর তাঁর জ্বর হয়নি।
মুখ্যমন্ত্রী বলেন, "আগের বারেও বিজয়া সম্মেলনী করেছিলাম ঠাণ্ডা লেগেছে আমার। চারশো ষাটটা পুজো ওপেন করেছি। জলে ভিজে পুজা ওপেন করতে গিয়েই ঠান্ডা লেগে কথা বলতে পারছিলাম না।
বয়স সত্তরের কাছাকাছি মুখ্য়মন্ত্রী এখনও ট্রেড মিলে হাঁটেন। আর কোনও মিছিলে তাঁর সঙ্গে হেঁটে যেতে রীতিমতো বেগ পেতে হয় তাঁর দলের কর্মীদের। তবে এদিন মুখ্যমন্ত্রীর গলাটাও ধরা লাগল। নিজেই জানালেন তাঁর অসুস্থতার কথা। তবে তার পরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজয়ায় সবাইকে শুভেচ্ছা জানালেন বাঘাযতীন পার্কের সভা থেকে। এর পাশাপাশি কটাক্ষ ছুড়ে দিয়ে গেলেন বিজেপি-কে। আবার ভ্যাকসিন থেকে ত্রিপুরা প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন