ত্রিপুরায় ফের আক্রান্ত হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ত্রিপুরার আমতলিতে জনসংযোগ কর্মসূচির সময় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ওঠে হামলার অভিযোগ।
আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরায় পুরভোট, সেই জন্য 'ত্রিপুরার জন্য তৃণমূল' প্রচার-গাড়িতে আজ থেকে জনসম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল। সুস্মিতা দেবের নেতৃত্বে সেই প্রচার গাড়ি ত্রিপুরার আমতলি বাজারেরে কাছে পৌঁছতে গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ গাড়ি ভাঙচুর করার পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহ করা হয় সুস্মিতা দেব সহ তৃণমূলের কর্মী-সমর্থকদের। আপাতত সুস্মিতা দেব সহ বাকি তৃণমূল কর্মী-সমর্থকদের আইএসএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুশ্রুষার জন্য। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। যদিও এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন