পুজোর পরেই করনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। শুক্রবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে ৩১৮ জন কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ধরা পড়েছেন। বাকি ১৩১ জন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ধরা পড়েছেন। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ১৯৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন।
এমন আবহে সোমবার অর্থাৎ ২৫ অক্টোবর থেকে খুলে যাচ্ছে রাজ্যের পলিটেকনিকগুলি কলেজগুলি। সেদিন থেকেই ক্যাম্পাসে এসে ক্লাস করতে হবে পড়ুয়াদের। করোনার জেরে প্রায় দেড় বছরেও ওপর বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। বাতিল হয়েছে এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-সহ বেশ কিছু পরীক্ষা। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে গত দেড় বছরে ক্লাসরুম পঠনপাঠন বন্ধ থাকায় সমস্যা পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। তাঁদের মতে, এতে অনেকটাই পিছিয়ে পড়ছেন তাঁরা। দ্বিতীয় লকডাউনের পর আবার জীবন স্বাভাবিক ছন্দে ফিরলেও এখনও খোলেনি স্কুল-কলেজ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার দাবি তুলেছেন পড়ুয়া-সহ তাঁদের অভিভাবক ও শিক্ষকমহলও। তাই এবার রাজ্যের পলিটেকনিক কলেজগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তে খুশি পড়ুয়া থেকে অভিভাবক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন