দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি কিউরি রোডের অভিগ্না পার্ক অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। ৬০ তলা ওই বিল্ডিংয়ের ২০ তলায় আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলে দমকলের ৬০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে।
দক্ষিণ মুম্বইয়ে কারি রোডের অবিঘ্না অ্যাপার্টমেন্ট। ৬০ তলা আবাসনের কোনও কোনও তলায় থাকেন ব্যবসায়ীরা। কোথাও বা কয়েকটি পরিবারের বাস। সেখানেই শুক্রবার দুপুর নাগাদ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দিশেহারা হয়ে পড়েন বাসিন্দারা। দমকল বিভাগের কর্মীরা সেখানে তড়িঘড়ি পৌঁছনোর চেষ্টা করলেও বেশ বেগ পেতে হয় তাঁদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন