উত্তরবঙ্গ সফর শেষ করে দিল্লিতে ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড় । সূত্রের খবর, ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন রাজ্যপাল। জব্বলপুর থেকে দিল্লি পৌঁছে শুক্রবার থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার রক্তপরীক্ষার পর ম্যালেরিয়া ধরা পড়েছে বলে সূত্রের খবর। আপাতত দিল্লির বঙ্গভবনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। চলছে চিকিৎসা।
সম্প্রতি সস্ত্রীক উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সপ্তমীর দিন সকালেই কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা দেন রাজ্যপাল। দিন দশেক উত্তরবঙ্গে ছুটির মেজাজেই ছিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন