সামনেই ২১ এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেদিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনকে টার্গেট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হলেন বিমল গুরুং বিনয় তামাং দ্বৈরথের আগুনে জল ঢালতে। জটিলতা কাটাতে নবান্নে মুখ্যমন্ত্রী ডেকে পাঠালেন বিনয় তামাং, অনীত থাপাকে।
অনেক দিন পরে বিমল গুরুং দুর্গা-পঞ্চমীর দিন হঠাৎ করেই কলকাতায় আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন, এই ঘোষণা করে তিনি রাজনীতির পরবর্তী ইনিংস শুরু করার বার্তা দেন। আর ঠিক তার পর থেকেই বিনয় তামাং অনীত থাপা গোষ্ঠী বিমল গুরুংয়ের বিরোধিতা করে নানা রকম বার্তা দিচ্ছে।
বর্তমান রাজনীতির গতিপ্রকৃতি বিচার করে বিনয় তামাং-অনীত থাপা গোষ্ঠী বিমলকে নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। কেননা, মমতাকে সমর্থনের বার্তা দিয়ে নতুন করে পাহাড়ের রাজনীতিতে পা রাখতে চলা বিমলকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা গুরুত্ব দেন এবং তার জেরে বিনয়ের সংসারেই-বা কী কী পরিবর্তন ঘটতে পারে, এ নিয়ে দ্বিধায় তারা। যদিও বিমল-উত্তর নতুন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা পরিষ্কার করে দিয়েছেন, পাহাড়ের প্রশাসনিক প্রধান বিনয়ই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন