৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন। আনলকের ৫-এর গাইডলাইনস বলবৎ থাকার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই গাইডলাইনস ৩১ অক্টোবরের বদলে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আর এই নির্দেশিকার লোকাল ট্রেন চলার অনুমতি দেয়নি কেন্দ্রের সরকার। তবে রাজ্য অনুরোধ করলে অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট মন্ত্রক। এর পাশাপাশি ৩০ শে নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। করোনা মহামারির মাঝেই দেশকে ফের আগের ছন্দে ফেরাতে পর্যায়ক্রমে আনলকের নির্দেশিকা জারি করছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সূত্র মেনে আনলক-৬-এর নির্দেশিকা ঘোষণা করার কথা। কিন্তু তার বদলে উৎসবের মরশুমে আনলক-৫ এর নির্দেশিকাকেই আরও এক মাস বলবৎ রাখল সরকার।
যদিও গত কয়েক দিন ধরেই দেশে নিম্নমুখী করোনার গ্রাফ। ফলে অনেকের অনুমান ছিল এবার সম্পূর্ণ ছন্দে ফিরতে পারে দেশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আপাতত আনলক ৬ নয়, এই পর্বটিই চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে কন্টেইনমেন্ট জোনে লকডাউন। কিন্তু স্কুল কলেজের কী হবে? আগামী একমাসের বেশি সময় কী ভাবে লেখাপড়া চালিয়ে নিয়ে যাবেন ছাত্রছাত্রীরা, কী বলছে কেন্দ্র?গাইডলাইন অনুযায়ী স্কুল খোলার ব্যাপারে নন কন্টেইনমেন্ট জোনে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারে রাজ্যগুলি। তবে অলনাইন ও দূরশিক্ষায় উৎসাহিত করতে হবে। কোনও ছাত্র স্কুলের পড়াশোনা অনলাইনে করতে চাইলে তাকে স্কুলে আসকে বাধ্য করা চলবে না। ছাত্রদের স্কুলে যেতে গেলে অভিভাবকের অনুমোদন লাগবে। রাজ্যগুলি বিধিনিষেধ প্রণয়নের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে। উচ্চশিক্ষা দফতরের তরফে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পরামর্শ নেওয়া যেতে পারে।পিএইচডি বা স্নাতকত্তোরের যেসব ছাত্রছাত্রীর পড়াশোনা ল্যাবরেটরি নির্ভর তাঁরা ১৫ অক্টোবর থেকে নিজস্ব কেন্দ্রে যেতে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন