টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে একাধিক ভাড়াটে খুনি'কে গ্রেফতার করল সিআইডি। পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের। জানা গিয়েছে, পঞ্জাবের লুধিয়ানা থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু-জন বিহারের বাসিন্দা এবং পেশাদার শার্প শ্যুটার হিসেবে পরিচিত।
Loading...
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে দু-টি বাইক ও একজন আততায়ীকে শনাক্ত করা হয়। পরে ফুটেজের সূত্র ধরেই মহম্মদ খুররম এবং গুলাব শেখ নামে দু-জনকে গ্রেফতার করা হয়।
পরে সুবোধ নামে অন্য এক অভিযুক্তকেও পাকড়াও করা হয়। ব্যারাকপুর আদালতে সিআইডি দাবি করে, বিহারের জেলে বন্দি সুবোধই বিজেপি নেতা মণীশ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত। সুবোধই বিহারের জেলে বসে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন