করোনা আবহেই রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা এবং ব্লক স্তরে প্রায় শ-দুয়েক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। রাজ্যের কারিগরি শিক্ষাদফতরের অধীনে থাকা এই সোসাইটির মাধ্যমে হাতেকলমে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ পর্ব সারার পরিকল্পনা নিয়েছে নবান্ন। মূলত চারটি পদের নিয়োগ করা হবে। সেগুলি হল- ডিসট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ এবং প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট। গত ১৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৩ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত। জানা গিয়েছে, চলতি বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে কারিগরি শিক্ষাদফতর। এ প্রসঙ্গে বিভাগীয় প্রধান সচিব মনোজ আগরওয়াল বলেন, জেলা এবং ব্লক স্তরে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সোসাইটি এই কর্মীদের দিয়ে রাজ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রক্রিয়া পরিচালনার লক্ষ্যে নিয়েছে।
করোনা আবহের মধ্যে ২০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত!
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন