কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এবার সেই চাকরিহারাদের কয়েকজনের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২০১৬ সালের শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। আবার চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমন পরিস্থিতিতে শনিবার নয়াদিল্লিতে চাকরিহারা পাঁচ শিক্ষকের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। ওই পাঁচ শিক্ষককে রাহুল গান্ধীর কাছে নিয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।