শনিবার দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামিকাল অর্থাৎ রবিবার বাংলাদেশ লাগোয়া দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রপাত-সহ বৃষ্টি, সঙ্গে দমকা হওয়ার প্রভাব থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহারে বৃষ্টিপাত, সঙ্গে ঝড়ো হওয়া সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে।