সুপ্রিম কোর্টের নির্দেশে যে যোগ্য শিক্ষকরা চাকরি হারালেন, তাঁরা কি আপাতত স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন? সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা বজায় রাখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়ে দিলেন, চাকরিহারা শিক্ষকদের কী করণীয় তা সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদদিক বৈঠকেও বলে দিয়েছেন।
একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পরামর্শ, রায়ের আইনি ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদনও করতে পারেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মানবিক ভাবে এবং রাজনৈতিক ভাবে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে রাজ্য সরকার।