দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর, এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। বুধবার (১৬ অক্টোবর) থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের হবে প্রথম ম্যাচ। বিসিসিআই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের পরই কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে এবং যশ দয়াল ছাড়া বাংলাদেশ সিরিজের জন্য বাছাই করা অন্য ১৫ জন সদস্য দলে তাদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের ব্যাটিং লাইনে কোনও পরিবর্তন হবে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। বিশেষ করে টিম ইন্ডিয়াক মিডল অর্ডারে একটি বড় পরিবর্তন নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্টের ৩ ইনিংসে ভারতের তারকা ব্যাটার কেএল রাহুল করেছিলেন ১৬, ২২ ও ৬৮ রান। ফলে তার জায়গায় কি সরফরাজ খানকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
অপর্ণা সেনকে 'মাসিমা' বলে কটাক্ষ করলেন কল্যাণ!
আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে ইতিমধ্যে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী এবং চিত্রপরিচালক অপর্ণা সেন। সরকারপক্ষকে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার আবেদন জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার শ্রীরামপুরের সাংসদ মন্তব্য করেন, "অপর্ণামাসিরা মনে করে তারাই মমতাকে গদিতে বসিয়েছে। মমতার কোনও দাম নেই।" এর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে কল্যাণের দাবি, তাঁদের ভুলপথে চালিত করা হচ্ছে। সোমবার ১০ দিনে পড়েছে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন। তিন জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছ-জন জুনিয়র ডাক্তার এখনও অনশন করছেন। এ নিয়ে কল্যাণের খোঁচা, "এটা আমরণ অনশন কোথায়? ফাস্টিং আপটু হসপিটালাইজেশন হচ্ছে। এক জন অনশনে বসছে। তার পর হাসপাতালে চলে যাচ্ছে। রিলে অনশন হচ্ছে।" তার পরেই অপর্ণাকে নিশানা করেছেন কল্যাণ। ৬৭ বছরের সাংসদের মন্তব্য, "অপর্ণামাসিদের মতো মহিলারা এমন হাবভাব করছে, যেন ওদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্যালিবার নেই। এমন দু-এক জন বিবৃতি দিচ্ছে, যেন তারাই খেটেখুটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে (ক্ষমতায়)। যেন ওদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে। তার নিজের কোনও দাম-ই ছিল না।"
আদালতে ফের ধাক্কা খেল সন্দীপ ঘোষ!
আদালতে ফের এক বার 'ধাক্কা' আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিতর্কিত সন্দীপ ঘোষ। এর পরে দ্রুত শুনানির আর্জি জানান সন্দীপ ঘোষের আইনজীবী। কিন্তু তা শুনতে চায়নি আদালত। বিচারপতি পার্থসারথি সেন জানান, আপৎকালীন পরিস্থিতিতে এই মামলা শোনার মত গুরুত্ব নেই। গত ১৯ সেপ্টেম্বর জেলবন্দি চিকিৎসক সন্দীপের ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
গত ১৯ সেপ্টেম্বর চিকিৎসক সন্দীপ ঘোষের ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। প্রথমে আরজি করের আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হন সন্দীপ। পরে আরজি করে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার করা হয় তাঁকে। এরই মধ্যে তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করা হয়। সেই রেজিস্ট্রেশন বাতিলের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন সন্দীপ। কিন্তু বিচারপতি সেন জানিয়ে দেন, মামলাটি এখনই জরুরি ভিত্তিতে শোনার মতো তাড়াহুড়ো করার কিছু নেই।
অন্যদিকে, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করতে ফের প্রেসিডেন্সি জেলে গেলেন ইডি আধিকারিকরা। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি, বিপ্লব সিংহকে জেরা করতে সোমবার প্রেসিডেন্সি জেলে আসেন তদন্তকারী অফিসারর। ED সূত্রে দাবি, তদন্ত করতে গিয়ে একাধিক আর্থিক লেনদেন এবং বেআইনি টেন্ডার সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। সূত্রের খবর, সেই তথ্যপ্রমাণগুলি সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করার জন্য আলিপুর আদালতে আবেদন জানানো হয় ED-র তরফ। আদালত তা মঞ্জুর করলে আজ প্রেসিডেন্সি জেলে জিজ্ঞাসাবাদের জন্য় আসেন তদন্তকারী অফিসাররা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা শুরুর আগেই কিছুটা সুবিধা পেয়ে গেলেন রোহিতরা!
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলতে পারবেন না ক্যামেরুন গ্রিন। এবার চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। কমকরে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। গ্রিনকে ছাড়াই রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে হবে প্যাট কামিন্সদের। ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ভারসাম্যের ক্ষেত্রে গ্রিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাটিং অর্ডারের উপরের দিকে খেলতে পারেন। নতুন বল হাতেও তিনি সমান কার্যকর। বর্ডার-গাওস্কর ট্রফি থেকে তাঁর ছিটকে যাওয়া নিশ্চিত ভাবে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। একই সঙ্গে বাড়তি সুবিধা পেতে পারেন রোহিতেরা।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সে দেশের ক্রিকেট সংস্থা) সোমবার এক বিবৃতিতে গ্রিনের না খেলার কথা জানিয়েছে।
অনশনকারী জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য এখন কেমন আছেন?
অনশনকারী জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যকে সময় মতো হাসপাতালে ভর্তি করানো হলেও পরিস্থিতি এখনও তিনি সঙ্কটমুক্ত নয়। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। পুলস্ত্যের স্বাস্থ্যপরীক্ষার পর এমনটাই জানালেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের (এনআরএস) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জয়দীপ দেব।
জয়দীপ বলেন, "পুলস্ত্য আচার্য সাত দিন ধরে অনশনে ছিলেন। টানা অনশনে থাকার ফলে তাঁর মানসিক সচেতনতা কমে যায়। তাঁর অবচেতন হওয়ার মতো পরিস্থিতি হয় এবং দীর্ঘ সময় ধরে না খাওয়ার কারণে তাঁর পেটে ব্যথা হয়।" তিনি আরও বলেন, "সময় মতো তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও এখনও পরিস্থিতি সঙ্কটমুক্ত নয়। সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যাসিড বেসের মাত্রার পরিবর্তন হওয়ার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দীর্ঘ সময় না খাওয়ার জন্য মূলত এই সমস্যাগুলি হয়েছে। তাঁর এখন চিকিৎসা চলছে। এর সঙ্গে নানা রকমের পরীক্ষানিরীক্ষা করা হবে। শরীরে জলশূন্যতা রয়েছে। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল হলেও বিপদ কাটেনি।"
রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
হার্দিককে টেক্কা দিয়ে সেরা ফিল্ডার ওয়াশিংটন!
বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট-ওয়াশ করেছে ভারত। শনিবার তৃতীয় ম্যাচ জিতেছে ১৩৩ রানে। একাধিক নজিরও গড়েছে। ম্যাচের পর ভারতীয় দলের তরফে বেছে নেওয়া হয়েছে 'ইমপ্যাক্ট ফিল্ডার'কে। সেই পুরস্কার জিতেছেন ওয়াশিংটন সুন্দর। একটি কারণে টেক্কা দিয়েছেন হার্দিক পাণ্ড্য এবং রিয়ান পরাগকে।। পুরস্কার তুলে দেওয়ার আগে ফিল্ডিং কোচ টি দিলীপ কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম দাবিদার ছিলেন হার্দিকই। তাঁর ফিল্ডিংকে ' টপ গিয়ারে থাকা ফর্মুলা ওয়ান গাড়ির' সঙ্গে তুলনা করেন দিলীপ। রিয়ান দ্বিতীয় দাবিদার ছিলেন 'কঠিন ক্যাকে সহজ করে তোলার জন্য।'
রিয়ানকে নিয়ে দিলীপ বলেন, 'কঠিন কোণ থেকে দৌড়ে আসা বা রান বাঁচানোর পাশাপাশি কঠিন ক্যাচ সহজ ভাবে নিতে পারে রিয়ান। মাঠে এক শতাংশ সুযোগ হাতছাড়া হলেও ও যে ভাবে আক্ষেপ করে সেটা খুব ভাল লাগে।রিয়ান পরাগ তাই দ্বিতীয় দাবিদার।'
তবে 'বাউন্ডারি লাইনের ধারে নিখুঁত ফিল্ডিং'য়ের জন্য পুরস্কার জেতেন ওয়াশিংটন। চলতি সিরিজ়ে তিনটি ক্যাচ নিয়েছেন তিনি। বল হাতে ওভারপ্রতি মাত্র পাঁচ রান দিয়েছেন। দিলীপ বলেছেন, "অনুমানক্ষমতা এবং ফিল্ডিংয়ে আলাদা ঘরানা তৈরি করার ব্যাপারে ও ব্যতিক্রমী। দলে এলে প্রতিনিয়ত নিজেকে উন্নতি করার চেষ্টা করতে হয়। প্রতি বার ওয়াশিংটনের মধ্যে সেই চেষ্টা আমি দেখেছি।'
টানা ব্যর্থতার জের; দল থেকে সরাসরি বাদ পড়লেন পাকিস্তানের তারকা ক্রিকেটার
টানা ব্যর্থতার জেরেই এবার দল থেকে সরাসরি বাদ পড়তে চলেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সম্ভবত দেখা যাবে না বাবরকে। প্রথম টেস্টে মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে হার হজম করতে হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। শনিবার মুলতানে পাকিস্তানের প্রথম টেস্টে হার নিয়ে বৈঠক বসেছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি। সেখানেই বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েভহে। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে কোনও টেস্টে একটি অর্ধ শতরানও করতে পারেননি বাবর। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ যদিও প্রকাশ্যে বাবর আজমের পাশে দাঁড়িয়েছিলেন, সেই সঙ্গে বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটার বলেছিলেন।