শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে নেই রোহিত!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে খেলতে পারবেন না ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা! সূত্রের খবর, বর্ডার-গাভাসকর ট্রফির শুরুর দিকের দুটি টেস্টের মধ্যে একটিতে খেলতে পারবেন না ভারত অধিনায়ক। ব্যক্তিগত কারণেই টেস্ট থেকে সাময়িক বিরতি নিতে পারেন রোহিত, এমনটাই খবর পাওয়া গিয়েছে বিসিসিআই সূত্রে। তবে এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি এখনও। আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম দিকের দুটো টেস্টের মধ্যে একটা থেকে ছুটি নিতে পারেন রোহিত। ২২ নভেম্বর পারথে শুরু হচ্ছে সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর, অ্যাডিলেডে। দুটো টেস্টের মধ্যে যেকোনও একটায় রোহিতকে পাবে না টিম ইন্ডিয়া। তবে কোন টেস্ট থেকে রোহিত ছুটি নিচ্ছেন, সেই নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।
ভাঙল শেহওয়াগের রেকর্ড; ইতিহাসের পাতায় ব্রুক
৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বীরেন্দ্র শেহওয়াগের ২০ বছর আগের রেকর্ডও। আরেক ইংরেজ ব্যাটার জো রুটও ডবল সেঞ্চুরি হাঁকালেন এই ম্যাচেই। ২০ হাজার রানের গণ্ডিও পেরিয়ে গেলেন রুট। কয়েকদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হতশ্রী দশা পাকিস্তানের। ৫৫৬ রান তুললেও পালটা ৮২৩ রান তুলে দিয়েছেন জো রুটরা। মুলতান টেস্টে একের পর এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তার মূল কারিগর হলেন তরুণ তারকা হ্যারি ব্রুক। আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ভাঙলেন ২০ বছরের পুরনো শেহওয়াগের রেকর্ড।
টেনিস থেকে অবসর নিলেন রাফায়েল নাদাল!
টেনিস থেকে অবসর নিলেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন নিজেই। নাদাল জানিয়েছেন, শেষ দু'বছর খারাপ সময়ের মধ্যে কেটেছে তাঁর। সেই কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেও আরও একটি প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে স্পেনের টেনিস তারকাকে। চলতি বছর নভেম্বর মাসে স্পেনের মালাগায় ডেভিস কাপ খেলে ছাড়বেন তিনি।
রজার ফেডেরার টেনিসকে বিদায় জানিয়েছিলেন একটি অডিয়োবার্তার মাধ্যমে। নাদাল জানালেন ভিডিয়োবার্তার মাধ্যমে। সেখানে নাদাল বলেন, "সকলকে জানাচ্ছি যে আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি।" গত দু-বছর চোটের কারণে ভুগেছেন নাদাল। প্রায় কোনও প্রতিযোগিতাতেই নামতে পারেননি। সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক। তিনি বলেন, 'গত দু-বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বার বার চোট পেয়েছি। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। পুরো সুস্থ হয়ে আর কোনও দিনই খেলতে পারব না। তাই এটাই অবসরের সঠিক সময়।"
মুখ্যসচিব ও জুনিয়র ডাক্তারদের বৈঠক ব্যর্থ!
স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক এবারও ব্যর্থ হল। বৈঠক শেষে স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তারেরা। কেউ ক্ষোভে ফেটে পড়লেন, কেউ কেঁদেই ফেললেন! তাঁদের বক্তব্য, প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক থেকে তাঁরা কোনও সদর্থক বার্তা পাননি। শুধু সময় নষ্ট হয়েছে। বৈঠক থেকে কোনও সমাধানসূত্র না মেলায় জুনিয়র ডাক্তারেরা বুঝিয়ে দিলেন, তাঁদের আমরণ অনশন চলবেই। জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার বলেন, "সরকারের এতটা অনমনীয়তা আমরা আশা করিনি। শুধুই সময় নষ্ট করা হয়েছে। নিষ্ফলা বৈঠক। কোনও সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, তাই আমরা আন্দোলনে। একটাও সদর্থক উত্তর পাব না ভাবিনি।" বলতে বলতে প্রায় কেঁদেই ফেলেন দেবাশিস।
দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে বিচারের দাবিতে স্লোগান!
দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে বিচারের দাবিতে স্লোগান দেওয়ার অভিযোগে। আর এর পরেই ৯ জন আন্দোলনকারীকে আটক করেছে কলকাতা পুলিশ। তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। প্রতিবাদে অনশন স্থল থেকে লালবাজার অভিমুখে মিছিল শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। মিছিল আটকাতে আগেভাগেই বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেড করে দেয় পুলিশ। লালবাজারের সামনের রাস্তাও বাস দিয়ে ব্যারিকেড করা হয়। সেখানেই বসে পড়লেন আন্দোলনকারীরা।
৷ বুধবার 'অভয়া পরিক্রমা' কর্মসূচি ছিল জুনিয়র ডাক্তারদের। কর্মসূচি হল— মিনিডোরে করে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার 'প্রতীকী মূর্তি’ নিয়ে পুজোমণ্ডপে ঘুরবেন তাঁরা। সেই কর্মসূচি পালন করতেই ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ঘটনাচক্রে, ওই পুজো তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বলেই পরিচিত। অভিযোগ, সেখানে গিয়ে ‘বিচার চাই’ স্লোগান তোলেন তাঁরা। সেই অভিযোগেই তাঁদের আটক করে লালবাজারের পথে রওনা দেয় পুলিশ। খবর পেয়ে লালবাজারের উদ্দেশে ধর্মতলা থেকে রওনা দেন আন্দোলনকারী চিকিৎসকদের একটি দল। তাঁদের আটকাতে ঘিরে ফেলা হয় লালবাজার। বেন্টিঙ্ক স্ট্রিটে বসানো হয় ব্যারিকেড। আন্দোলনকারীরা যাতে কোনও মতেই লালবাজারের আশপাশে না আসতে পারেন, সে জন্য রাস্তায় খালি বাস দাঁড় করিয়ে দেওয়া হয়। ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা দিতে থাকেন স্লোগান।
শিল্প জগতে যুগাবসান; প্রয়াত রতন টাটা
প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে কিছু দিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। রবিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিল যে, রতন টাটাকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও দাবি করা হয়েছিল, আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। কিন্তু সোমবার সকালেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন, সব খবর ভুয়ো। বরং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। এর পর বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর মিলল।