আবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে থানায় দায়ের হল গুরুতর অভিযোগ। বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের বেশ কয়েক জন কর্মী-সমর্থক। অভিযোগ, ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন হুমায়ুন। সেই সঙ্গে বিধায়কের তরফে দেওয়া ব্যাঙ্কের চেক বাউন্স করেছে বলে অভিযোগ। যদিও বিধায়কের দাবি, তাঁর বিরুদ্ধে দলেরই একাংশ ষড়যন্ত্র করেছেন। আইনি পথেই এর জবাব দেবেন তিনি। নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে কতবীর আলি শেখ নামে এক অভিযোগকারী বলেন, "ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ় পাইয়ে দেওয়ার নাম করে বিধায়ক হুমায়ুন কবীর লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। তবে লিজ় মেলেনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে আমাদের যে দুটি চেক (ব্যাঙ্কের) দেওয়া হয়, সেগুলো বাউন্স করে। এটা প্রতারণা।" অভিযোগকারীরা সকলেই ভরতপুর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন হুমায়ুন।
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত;আশাবাদী পড়শি দেশ
দু-দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক যেমনই হোক, ক্রিকেট খেলার ক্ষেত্রে আর তা অন্তরায় হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন পাকিস্তান বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর দাবি, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে। শুধু ভারতই নয়, সব দেশই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। তবে আগে যে রকম কড়া সুরে এ বিষয়ে কথা বলত সে দেশের বোর্ড তা নরম হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে নকভি জানিয়েছেন, ভারত-সহ সব দেশের জন্য চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তাই এ বার যেন সফর আর বাতিল না করা হয়। নকভি বলেছেন,"ভারতীয় দলের অবশ্যই আসা উচিত। আমার মনে হয় না ওরা বাতিল করবে বা আসা পিছিয়ে দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা সব দেশকে স্বাগত জানাতে তৈরি।"
নকভি এ কথা বললেও ভারতীয় বোর্ডের অবস্থান কিছুটা আলাদা। কানপুরে ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো নিয়ে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বলেছিলেন, "আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যে কোনও বিদেশ সফরের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়াই নিয়ম। ভারতীয় ক্রিকেট দল কোনও দেশে সফরে যাবে কী যাবে না তা ঠিক করে কেন্দ্র। সরকারের সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করে।"
বীরভূমের বিস্ফোরণ;নিহতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা নবান্নের
বীরভূমের বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের। সোমবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। এর সঙ্গে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৫ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে। পরে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নেহাৎই অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটল? কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানোর সময় ভিতরে কেউ রয়েছে কি না, তা দেখা হল না কেন? এর দায় কার? বিস্ফোরণকে কেন্দ্র করে এসব প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে নবান্ন থেকে মুখ্যসচিব মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ও মৃতদের পরিবারের একজন সদস্যের চাকরির ঘোষণা করলেন। উল্লেখ্য, খয়রাশোলের এই খনিটি পিডিসিএলের লিজ নেওয়া। তা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা।
অসুস্থ রতন টাটা; কেমন আছেন তিনি?
আচমকা অসুস্থ হয়ে পড়লেন রতন টাটা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গতকাল, রবিবার রাতে হঠাৎই রক্তচাপ কমে যায় ৮৬ বছরের রতন টাটার। দ্রুত তাঁকে স্থানান্তর করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বর্তমানে ভর্তি করা হয়েছে তাঁকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রতন টাটার খবর নিয়েছেন। বর্ষিয়ান রতন টাটার শারীরিক অবস্থার প্রতি মুহুর্তের খোঁজ রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যদিও রতন টাটা নিজে জানিয়েছেন, তিনি ঠিক আছেন। মেডিক্যাল টেস্ট চলছে তাঁর। সোমবার সকালে জানা যায়, রতন টাটাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর। তিনি আইসিইউ-তে ভর্তি। এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। এর পর এক বিবৃতি জারি করে রতন টাটা জানান, তিনি বার্ধক্যজনিত কারণে শারীরিক সমস্যার পরীক্ষা করাতে হাসপাতালে এসেছেন। তিনি লিখেছেন, "আমার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়েছে বলে জানতে পারলাম। উদ্বেগের কোনও কারণ নেইচ।"
উপযুক্ত পদক্ষেপ করা হবে; জুনিয়র ডাক্তারদের অনশন প্রসঙ্গে বললেন পুলিশ কমিশনার
আরজি কর-কাণ্ডে প্রথম চার্জশিট;মূল অভিযুক্ত হিসাবে এক জনের নামই উল্লেখ
আরজি কর-কাণ্ডে প্রথম চার্জশিট গঠন করল অদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে সেই চার্জশিট নিয়ে শিয়ালদহ আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন সিবিআইয়ের আইনজীবীরা। সূত্রের খবর, ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে এক জনের নামই উল্লেখ রয়েছে চার্জশিটে। পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ-সহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেখানে। জিজ্ঞাসাবাদে কে কী জানিয়েছেন, সেই বয়ানের তুলে ধরা হয়েছে চার্জশিটে।
নির্যাতিতার মৃত্যুর ৫৮ দিন পর এই চার্জশিট গঠন করল সিবিআই। আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকে, বিচারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। চলছে অনশন কর্মসূচি। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারেরা। মাঝে এক বার বিচারের দাবিতে সিবিআই দফতর অভিযানও করেছেন তাঁরা। এদিন ধর্মতলার অনশনমঞ্চ থেকেও জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন, তাঁরা সিবিআইয়ের উপর আর আস্থা রাখতে পারছেন না। এমন আবহে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে প্রথম চার্জশিট নিয়ে সোমবার আদালতের উদ্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
যদিও সিবিআইয়ের এই চার্জশিট নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
বাংলাদেশকে উড়িয়ে ৭ উইকেটে জয় ভারতের!
রবিবার ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়েই অভিষেক হল শ্রীমন্থ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটির। গোয়ালিয়র পেল নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম। যে মাঠে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের ভারত।
টেস্ট সিরিজ়ে বাংলাদেশকে দাপটের সঙ্গে ২-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই দলের কাউকেই টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। তবুও ভারত খেলল একই রকম দাপটের সঙ্গে। রবিবার অভিষেক হল নীতীশ কুমার রেড্ডি এবং মায়াঙ্ক যাদবের। সূর্যকুমারের নেতৃত্বে তরুণ ভারত কেমন খেলে সেই দিকে নজর ছিল সমর্থকদের। শুরুটা মন্দ হল না। তিনটি করে উইকেট নিলেন বাঁহাতি পেসার আরশদীপ সিংহ এবং তিন বছর পর দলে ফেরা বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট মায়াঙ্ক, হার্দিক পাণ্ড্য এবং ওয়াশিংটন সুন্দরের।ভারতের সামনে ১২৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করে ভারতীয় ব্যাটাররা। ঝোড়ো ইনিংস শুরু করেও দুর্ভাগ্যবশত রানআউট হন অভিষেক শর্মা। ৭ বলে ১৬ রান করেন অভিষেক। এরপর ক্রিজে এসেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৪ বলে ২৯ রান করে আউট হন তিনি। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন স্কাই।
ছন্দে পাওয়া যায় ওপেনার সঞ্জু স্যামসনকেও। তিনিও বেশ কিছু অনবদ্য শট খেলে ১৯ বলে ২৯ রান করে আউট হন। বাকি কাজটুকু করে দেন হার্দিক পান্ডিয়া ও এই ম্যাচে অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি। ১৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ১৬ রানে অপরাজিত থাকেন নীতিশ কুমার রেড্ডি।