প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে প্রচার করতে রাজি হলেন অরবিন্দ কেজরিওয়াল! নিজের মুখেই এই কথা বললেন দিল্লির সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী। একটি অনুষ্ঠানে গিয়ে আপ সুপ্রিমো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সেরকম পরিস্থিতি এলে তিনি মোদির হয়ে প্রচার করবেন। তবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ভোলেননি কেজরি। সঙ্গে জানিয়েছেন, জেলে থাকাকালীন তাঁর প্রাণসংশয়ও হতে পারত কারণ ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল।
রবিবার দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে জনতা কি আদালত নামে একটি অনুষ্ঠানে যোগ দেন কেজরি। সেখান থেকে বলেন, "জেলে আমার ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতে আমার কিডনি বিকল হয়ে যেতে পারত। মৃত্যু পর্যন্ত হতে পারত আমার।" উল্লেখ্য, প্রায় পাঁচ মাস তিহাড় জেলে বন্দি ছিলেন কেজরি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি। জেল থেকে বেরিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরি। তার পরে পুরোদমে নেমে পড়েন নির্বাচনী প্রচারে।