চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে জয়নগরের মহিষমারিতে। পুলিশকে ঝাঁটা হাতে ধাওয়া করেন স্থানীয়রা। পুলিশ ফাঁড়ি এবং অভিযুক্তের বাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর। এলাকায় দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভও দেখান স্থানীয়রা।
নিগৃহীতার পরিবার জানিয়েছে, প্রতি দিনের মতো শুক্রবারও সে মহিষমারিহাট এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। কাছেই বাজারে ছিল তার বাবার দোকান। টিউশন শেষে দোকানে বাবার সঙ্গে দেখাও করেছিল শিশুটি। তার পর একাই বাড়ি ফিরছিল। কিন্তু পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পর ফেলে দেওয়া হয়েছে পুকুরে।