বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল বল করার পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা। এবার তিনি বিশ্বের এক নম্বর বোলার হয়ে গেলেন। টপকে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে। প্রথম দশে তিন জন ভারতীয় রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে দু-টি টেস্টে মোট ৪৯ ওভার বল করেছেন। নিয়েছেন ১১টি উইকেট। অশ্বিনেরও সমসংখ্যক উইকেট রয়েছে। বুমরা মাত্র ১২.৮২ গড়ে উইকেট নিয়েছেন।
এ বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন বুমরা। তখনও তিনি অশ্বিনকে টপকে গিয়েছিলেন। সে বার তিন ধাপ টপকে বিশ্বের এক নম্বর হয়েছিলেন। প্রথম ভারতীয় পেসার হিসাবে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন। অতীতে কপিল দেব দ্বিতীয় স্থানে উঠে এলেও কোনও দিন প্রথম স্থান অর্জন করতে পারেননি। তার পরে জাহির খান বিশ্বের তৃতীয় টেস্ট বোলার হয়েছিলেন।