দু-বছর পর জেল থেকে ফিরেছেন তৃণমূলের হেভি-ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। প্রতি বছরের মতন এ বছরও গ্রামের বাড়ির দুর্গা পুজোতেও যাবেন। কিন্তু আত্মীয়দের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না অনুব্রত মণ্ডল।
শুক্রবার বীরভূমে নিজের পৈতৃক বাড়িতে গিয়ে রাখঢাক না করেই এ কথা স্পষ্ট করে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এর পাশাপাশি অনুব্রত জানিয়ে দিয়েছেন, এবার আর দুর্গাপুজোয় গ্রামবাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারবেন না তিনি।
অনুব্রতর জেল যাত্রার পর থেকেই তাঁর ঘনিষ্ঠদের অভিযোগ ছিল, নিজের আত্মীয়দের থেকে সেভাবে কোনও সহযোগিতা পাননি কেষ্ট। এ দিন সম্ভবত সেই অভিমানই ঝরে পড়ল তৃণমূল নেতার গলায়। জামিন পেয়ে বীরভূমে ফেরার পর এ দিন হাটসারেন্দি গ্রামে নিজের পৈতৃক বাড়িতে দুর্গা পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে যান অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতা জানান, সপ্তমীর দিন গ্রামের বাড়ির পুজো দেখতে আসবেন তিনি। অনুব্রত বলেন, 'আমি আসব মায়ের কাছে। মাকে প্রণাম করব। চলে যাব।'