বাংলাদেশের বিরুদ্ধে আগুনে ফর্মে জশপ্রীত বুমরাহ। মাত্র ১৪৯ রানে থেমে গেল টাইগারদের গর্জন। ৫০ রান দিয়ে ৪ উইকেট নিলেন বুম বুম বুমরাহ। সেই সঙ্গে পৌঁছে গেলেন ৪০০ উইকেটের ক্লাবে। দশম ভারতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব গড়লেন তিনি। পেসারদের মধ্যে বুমরাহ আছেন ষষ্ঠ স্থানে। সাত মাসের বেশি সময় পরে লাল বলের ক্রিকেটে মাঠে নামলেন ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্র। কিন্তু দাপট এতোটুকুও কমেনি তাঁর।
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সিপিআই(এম) নেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল হাই কোর্ট; ফের আদালতে মুখ পুড়ল তৃণমূলের
সিপিআই(এম) এর যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে কলতানের মামলার শুনানি ছিল। আদালতের পর্যবেক্ষণ, গ্রেফতারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করারও প্রয়োজনীয়তা নেই।
আরজি করের ঘটনার প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। সিপিএমের তরফেও লালবাজার অভিযানের আয়োজন করা হয়েছিল। এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি অডিয়ো প্রকাশ করেন। তাতে শোনা গিয়েছিল, কেউ বা কারা সল্টলেকে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার ছক কষছেন। কুণালের অভিযোগ ছিল, ধর্নাস্থলে হামলা চালিয়ে তৃণমূলের ঘাড়ে তার দায় চাপানোর পরিকল্পনা করা হয়েছে।ওই অডিয়ো প্রকাশের পরেই পুলিশ তার ভিত্তিতে তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় কলতানকে।
১৯৫ রানের জুটি; রোহিতের মুখে হাসি ফেরালেন অশ্বিন-জাডেজা
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার ফের বুঝিয়ে দিলেন যে, তিনি নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারত-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনের খেলা হয়ে গেল। দুই সেশনে দাপট দেখিয়েও পিছিয়ে পড়ল বাংলাদেশ। ভারতের টপ অর্ডারের চূড়ান্ত ব্য়র্থতার দিনে জ্বলে উঠলেন দুই রবি-অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
অশ্বিন তাঁর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন। বুঝিয়ে দিলেন আবারও যে, বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্রয়োজনে ব্যাট হাতেও আগুন জ্বালাতে পারেন। ১০টি চার ও জোড়া ছক্কায় অশ্বিনের অপরাজিত ১০২ রানের ইনিংস ছিল বাঁধিয়ে রাখার মতো। ঘরের মাঠে ভূমিপুত্রই হিরো হয়ে গেলেন।
১৪৪ রানে ৬ উইকেট চলে যাওয়া দলটিকে খাদের কিনারা থেকে টেনে তুললেন অশ্বিন-জাদেজা। তাঁরা সপ্তম উইকেটে যোগ করলেন ১৯৫ রান। দিনের শেষে অশ্বিন ১০২ রানে ও জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন।
শূন্য রানে আউট হয়েও রেকর্ড শুভমানের!
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমেছিল রোহিতের ভারত। অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন শুভমান গিল। কিন্তু ফের চূড়ান্ত ব্যর্থ হলেন তিনি। ৮ বলে ০ রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। সেই সঙ্গে এমন এক রেকর্ড গড়লেন, যে কারণে তাঁর নাম উঠে গেল বিরাট কোহলি, মহিন্দর অমরনাথ, মনসুর আলি খান পতৌদির তালিকায়।টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকলেও রিজার্ভে ছিলেন। কিন্তু মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছিল। এর মাঝে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।
আরজি করে তরুণী চিকিৎসকের খুনের দিনই সল্টলেকের হোটেলে উঠেছিলেন, কে? তাঁর পরিচয় জানতে মরিয়া সিবিআই
আরজি কর-কাণ্ডে ফের সামনে এল বড়সড় রহস্য। হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে সেক্টর টুয়ের একটি হোটেল। ওই হোটেল কর্তৃপক্ষকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে সিবিআই।
এই বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে জানা যাচ্ছে, ৯ অগস্টের ওই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এক ব্যক্তি বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে সেক্টর টুয়ের ওই হোটেলে বুকিং করেছিলেন। পরে ১০ তারিখ তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যান।
প্রশ্ন উঠতে শুরু করেছে এই ব্যক্তির পরিচয় কী? কেনই বা তিনি সেই দিনই হোটেলে উঠলেন ? এবং এত বড় ঘটনা ঘটার পর তিনি তারপরের দিনই কীভাবে হোটেল ছেড়ে বেরিয়ে গেলেন ? এই প্রকারের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই গতকাল সিবিআইয়ের তরফে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ তাঁদের হোটেলের রেজিস্টার নিয়ে আসতে বলা হয়েছিল। সেইমতো আজ সকালে সংশ্লিষ্ট হোটেলের রেজিস্টার খাতা ও অন্যান্য নথি নিয়ে সিবিআই দফতরে এসে সেগুলি জমা দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে।
আরজি কর কাণ্ডে এবার মীনাক্ষীকে তলব সিবিআইয়ের!
আরজিকর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব সিবিআই-এর। আজ, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায়, উইটনেস স্টেটমেন্ট রেকর্ড করতে, সি জি ও কমপ্লেক্স যাবেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া অনিশ্চিত!
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির পরের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত সেই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে যেতে রাজি নয়। আইসিসি যদিও এখনও পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর বিষয়ে কিছু ঘোষণা করেনি। ১৯৯৬ সালের বিশ্বকাপের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা পাকিস্তানে হয়নি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ ভাবে আগ্রহী। ভারতের জন্য বিশেষ ব্যবস্থা করতেও তৈরি পিসিবি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আইসিসি কিছু দিনের মধ্যেই পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবে। পাকিস্তান বোর্ডের তরফে যে সূচি প্রস্তাব করা হয়েছে, সেখানে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হবে কি না তা স্পষ্ট নয়। আইসিসির প্রধান কার্যনির্বাহী জিয়ফ অ্যালার্ডিস বলেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রতিযোগিতা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও তথ্য আমাদের কাছে নেই।"