বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমেছিল রোহিতের ভারত। অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন শুভমান গিল। কিন্তু ফের চূড়ান্ত ব্যর্থ হলেন তিনি। ৮ বলে ০ রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। সেই সঙ্গে এমন এক রেকর্ড গড়লেন, যে কারণে তাঁর নাম উঠে গেল বিরাট কোহলি, মহিন্দর অমরনাথ, মনসুর আলি খান পতৌদির তালিকায়।টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকলেও রিজার্ভে ছিলেন। কিন্তু মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছিল। এর মাঝে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
আরজি করে তরুণী চিকিৎসকের খুনের দিনই সল্টলেকের হোটেলে উঠেছিলেন, কে? তাঁর পরিচয় জানতে মরিয়া সিবিআই
আরজি কর-কাণ্ডে ফের সামনে এল বড়সড় রহস্য। হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে সেক্টর টুয়ের একটি হোটেল। ওই হোটেল কর্তৃপক্ষকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে সিবিআই।
এই বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে জানা যাচ্ছে, ৯ অগস্টের ওই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এক ব্যক্তি বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে সেক্টর টুয়ের ওই হোটেলে বুকিং করেছিলেন। পরে ১০ তারিখ তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যান।
প্রশ্ন উঠতে শুরু করেছে এই ব্যক্তির পরিচয় কী? কেনই বা তিনি সেই দিনই হোটেলে উঠলেন ? এবং এত বড় ঘটনা ঘটার পর তিনি তারপরের দিনই কীভাবে হোটেল ছেড়ে বেরিয়ে গেলেন ? এই প্রকারের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই গতকাল সিবিআইয়ের তরফে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ তাঁদের হোটেলের রেজিস্টার নিয়ে আসতে বলা হয়েছিল। সেইমতো আজ সকালে সংশ্লিষ্ট হোটেলের রেজিস্টার খাতা ও অন্যান্য নথি নিয়ে সিবিআই দফতরে এসে সেগুলি জমা দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে।
আরজি কর কাণ্ডে এবার মীনাক্ষীকে তলব সিবিআইয়ের!
আরজিকর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব সিবিআই-এর। আজ, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায়, উইটনেস স্টেটমেন্ট রেকর্ড করতে, সি জি ও কমপ্লেক্স যাবেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া অনিশ্চিত!
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির পরের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত সেই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে যেতে রাজি নয়। আইসিসি যদিও এখনও পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর বিষয়ে কিছু ঘোষণা করেনি। ১৯৯৬ সালের বিশ্বকাপের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা পাকিস্তানে হয়নি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ ভাবে আগ্রহী। ভারতের জন্য বিশেষ ব্যবস্থা করতেও তৈরি পিসিবি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আইসিসি কিছু দিনের মধ্যেই পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবে। পাকিস্তান বোর্ডের তরফে যে সূচি প্রস্তাব করা হয়েছে, সেখানে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হবে কি না তা স্পষ্ট নয়। আইসিসির প্রধান কার্যনির্বাহী জিয়ফ অ্যালার্ডিস বলেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রতিযোগিতা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও তথ্য আমাদের কাছে নেই।"
বাংলাদেশের বিরুদ্ধে কেমন হবে প্রথম একাদশ?
দীর্ঘ ৬ মাস পরে ফের লাল বলের ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। রাত পোহালেই বাংলাদেশের বিরুদ্ধে নামবেন রোহিত বাহিনী। কেমন দল নিয়ে সেই টেস্টে নামবে রোহিতরা? ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে প্রথম একাদশ কার্যত ঘোষণা করে দিলেন হেড কোচ গৌতম গম্ভীর। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে বেকসুর খালাস ৩;হতাশ নিহতের স্ত্রী
বিধায়ক সত্যজিৎ খুনে অভিযুক্তের কয়েকজন বেকসুর খালাস পেয়েছে। সেই খবর জানতে পেরে বাকরুদ্ধ সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। তিনি বলেন,"খুনের বদলা ফাঁসি, আদালত যদি এই রায় দিত তাহলে অভিযুক্তদের পরিবারের লোকজন বুঝতেন স্বজনহারার বেদনা কাকে বলে।'' এর পরে তিনি আরও বলেন,"দল ও আইন ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে... আশা করি আমার স্বামীর খুনিরা উপযুক্ত শাস্তি পাব।" তিনি আরও বলেন, "আমার স্বামী তো কোন দোষ করেনি।
অনড় জুনিয়র চিকিৎসকরা;সন্ধে সাড়ে ৬টায় ফের বৈঠক নবান্নে
ফের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিল রাজ্য সরকার। গতকাল জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, সব দাবি পূরণ না হওয়ায় তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। কর্মবিরতিও প্রত্যাহার করা হবে না। নিজেদের সিদ্ধান্তর কথা ই মেল করে রাজ্য সরকারকে জানিয়েওছিলেন তাঁরা।
জুনিয়র চিকিৎসকদেকর পক্ষ থেকে এই ই মেল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার জবাব দেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই ই মেলে জুনিয়র চিকিৎসকদের সন্ধে সাড়ে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে এ দিনের বৈঠকে সম্ভবত থাকছেন না মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
বঙ্গে গরমকালে গরমের ছুটি স্বাভাবিক বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে গ্রীষ্মের শুরুতেই প্রায় নিয়মের মতো হয়ে দাঁড়িয়েছে গরমের ছুটি—...
-
টি-২০ বিশ্বকাপে বেশ ভাল ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয়...
-
বুকের মধ্যে ক্ষোভের পাহাড়। তারপরও বলছেন, এমন কোনও কাজ করবেন না, যাতে দলের ক্ষতি হয়। তবে লোকসভা ভোটের টিকিট না পাওয়ায় ক্ষোভ যে রয়েছে, অভ...