আরজি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। এই নিয়ে কংগ্রেসের অন্দরেই রয়েছে ক্ষোভ। সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বঙ্গের কংগ্রেস নেতাদের।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য!
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ মানিক ভট্টাচার্যের জামিনের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ইডি-র দায়ের করা মামলায় জামিন পেলেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক।
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
আরজি কর কাণ্ডে মোড় ঘোরানো ঘটনা; ৩ ডাক্তারি পড়ুয়াকে ডাকল সিবিআই
আরজি কর কাণ্ডে ফের নয়া মোড়। এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন ডাক্তারি পড়ুয়াকে তলব করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। ওই ডাক্তারি পড়ুয়ারা হলেন আশিষ পাণ্ডে (হাউস স্টাফ, পেডিয়াট্রিক মেডিসিন), নির্জন বাগচি (ইন্ট্রার্ন), শরিফ হাসান (ইন্ট্রার্ন)।
এদিকে, সিবিআই সূত্রে খবর, আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনার পরেও দমে যাননি সন্দীপ ঘোষ। NeoNatal care unit-এর ইনজেকশন অ্যাম্পিউলের বরাত নিজের লোককে পাইয়ে দিতে শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন সন্দীপ।
বৃহস্পতিতে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসছে না নবান্ন!
বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক ডেকেছিল নবান্ন। প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হল। বুধবার বিকেলে প্রশাসনিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবারের ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কোনও ধারণা নেই বলেই জানিয়েছেন নবান্নের এক আধিকারিক। কী কারণে বৈঠক স্থগিত করা হয়েছে, তা নিয়ে একাংশের মনে ধোঁয়াশাও তৈরি হয়েছে।
সন্দীপ ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরমাণ দেখে চমকে যাবে ধন কুবেররাও!
আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হিসেব সামনে চলে আসছে। আর এবার এই সম্পত্তি ঘিরে বাড়ছে বিতর্ক। কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি-র তদন্তে তাঁর যে লিস্ট পাওয়া যাচ্ছে তাতে তিনি কার্যত ধনকুবের। দুর্নীতির তদন্তকারী ইডি জানিয়েছে, তল্লাশির সময় সন্দীপ ঘোষের বাড়ি থেকে বহু সম্পত্তির নথি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাঁর কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে। ইডি-র তরফে জানানো হয়েছে, কলকাতার বিত্তশালী এলাকায় তাঁর একটি বা দুটি নয় তিনটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। মুর্শিদাবাদে একটি ফ্ল্যাট তাঁর নামে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষের নামে কলকাতায় ২টি ফ্ল্যাট ও একটি ফার্ম হাউস রয়েছে।
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
সিবিআই দফতরে সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি জমা সন্দীপ পত্নীর; ডাকা হবে সঙ্গীতাকে?
দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ ও তার স্ত্রীর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল ইডির তরফে। তদন্তে একাধিক বাড়ির হদিস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এই সংক্রান্ত ও সন্দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই দফতরে জমা দিলেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। এই সূত্রে আগামী দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে সঙ্গীতা ঘোষকেও। এমনটাই সূত্রের খবর।
এদিকে সন্দীপ ঘোষ-সহ চার জনকে সশরীরে আদালতে হাজির করাতে হবে, এমনই জানালেন আলিপুরের সিবিআই বিশেষ আদালতের বিচারক।
সিবিআইয়ের আবেদন খারিজ; সশরীরেই আদালতে হাজির করাতে হবে সন্দীপদের
সন্দীপ ঘোষ-সহ চার জনকে সশরীরে আদালতে হাজির করাতে হবে, এমনই জানালেন আলিপুরের সিবিআই বিশেষ আদালতের বিচারক। সন্দীপদের নিজাম প্যালেস থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানোর আবেদন জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে। সূত্রের খবর, প্রথমে মৌখিক ভাবে এবং পরে লিখিত ভাবে আবেদন করা হয় বলে জানা গিয়েছে। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক।