এবার স্কুলে উপস্থিতি নিয়ে বড় উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ৭০ শতাংশ উপস্থিতি থাকতে হবে প্রত্যেক পরীক্ষার্থীর। প্রত্যেকটি সেমিস্টারে ৭০ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক। চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলে মোট চারটি পরীক্ষা নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
যতক্ষণ না পর্যন্ত তাঁর উপস্থিতি ৭০ শতাংশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে অসুস্থতা-সহ বেশ কিছু বিষয় ছাড়ও দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সে ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে ছাত্রছাত্রীকে। মূলত উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটি সেমিস্টারে যাতে ছাত্রছাত্রীরা ক্লাসমুখী হয় এই কারণে উপস্থিতি নিয়ে কড়াকড়ি নিয়ম আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেই মনে করা হচ্ছে।