আজ শুক্রবার আরও একবার সিবিআই'য়ের মুখোমুখি আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজ শুক্রবার দুপুরে সিজিও কমপ্লেক্স পৌঁছে যান তিনি। তদন্তভার হাত পাওয়ার পর থেকে ১৩ বার সন্দীপ ঘোষকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি ডাক্তার ঘোষের পলিগ্রাফ টেস্টও করেছেন তদন্তকারীরা। কিন্তু এখনও বহু প্রশ্নের উত্তর তারা পাচ্ছেন না বলেই খবর সিবিআই সূত্রে। 'অভয়া'কে ধর্ষণ করে খুনে একাধিক মিসিং লিঙ্ক রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
শুধু তাই নয়, পলিগ্রাফ টেস্টে মাধ্যমে সে সমস্ত মিসিং লিঙ্কের রহস্য ফাঁস করা সম্ভব বলে মনে করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তাতেও সমস্যা মেটেনি।
অন্যদিকে আরও বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টের করা হয়েছে। সেই সমস্ত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আরও দুই নিরাপত্তারক্ষীরও পলিগ্রাফ টেস্ট করার পথে হাটছে সিবিআই। ঘটনার রাতে ওই দুই নিরাপত্তারক্ষী ওই বিল্ডিংয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে খবর।
শুধু তাই নয়, ওই দুই ব্যক্তিকে ঘটনার রাতে চার তলায় দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে তাদের অবস্থান জানা গিয়েছে। সেজন্যই এবার এই দুই নিরাপত্তারক্ষীর থেকে কথা বার করতে চেয়ে এই পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারীরা। ফলে তাঁদের বয়ান এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ক