প্রায় এক যুগ পেরিয়ে গিয়েছে। সেবার কলকাতার নাবালিকা কন্যাকে ধর্ষণ-খুনের অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবিতে পথে নেমেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর স্ত্রী। স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে মীরা ভট্টাচার্যের সেই মোমবাতি মিছিলে হেঁটেছিলেন। ২০০৪ সালে ধনঞ্জয়ের ফাঁসির সাজাই কার্যকর হয়েছিল। তা নিয়ে বিতর্ক আছে এখনও। ১২ বছর পর আবার কলকাতারই এক মেয়ের সঙ্গে ঘটে যাওয়া একই নারকীয় ঘটনার বিচার চেয়ে এবার পথে নামলেন সদ্যপ্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন।
আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে প্রায় রোজই কলকাতার রাজপথে রাজনৈতিক-অরাজনৈতিক মিছিল হচ্ছে। বৃহস্পতিবার 'পথের দাবি’ নামে সেই মিছিলের আহ্বান জানায় নাগরিক সমাজ। বিকেলে কলেজে স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে শামিল হলেন সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান সুচেতন। শামিল সংগীতশিল্পী দুর্নিবার, অভিজিৎ বর্মন (পটা), সমাজকর্মী পিয়া চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্ররা।