নবান্ন অভিযানে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতা এবং হাওড়ার বেশকিছু এলাকা। মুখোমুখি সংঘাতে জড়িয়েছেন বিক্ষোভকারী এবং পুলিশকর্মীরা। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানোয় যেমন বহু বিক্ষোভকারী আহত, অসুস্থ হয়ে পড়েছেন, সেরকমই এ দিনের ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন পুলিশকর্মী। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তাঁদের কারও মাথা ফেটেছে, আবার কারও দৃষ্টিশক্তিই হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। আহত পুলিশকর্মীদের অন্যতম কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী।
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
বিশ্বক্রিকেটের শীর্ষে ভারতের জয় শাহ!
আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন বিসিসিআই সচিব। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি। ভারত থেকে এর আগে চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন। পঞ্চম চেয়ারম্যান হলেন শাহ। চলতি বছর ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি।
নবান্নের দোরগোড়ায় আন্দোলনকারীরা; জলকামান-কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত পুলিশও
বেলা যত বেড়েছে ততই ঝাঁজ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আসা আন্দোলনকারীরা। বেলা আড়াইটে নাগাদ নবান্নের প্রায় দোরগোড়ায় পৌঁছে যায় একদল আন্দোলনকারী। নবান্ন থেকে তাঁদের দূরত্ব ছিল মাত্র ১০০ মিটার। যদিও মিনিট তিনেকের মধ্যেই তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, মহিলা আন্দোলনকারীদের একটি দল প্রায় নবান্ন চত্বরে পৌঁছে গিয়েছে। তবে জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে তৈরি উর্দিধারীরা।
বড় বিপদে সন্দীপ ঘোষ; এবার আর্থিক দুর্নীতিতে মামলা দায়েরের পথে ইডি
সিবিআইয়ের পর এবার ইডি। জোড়া ফলার মুখে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। সূত্রের খবর, সন্দীপের বিরুদ্ধে ECIR করতে চলেছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতেই তাদের মামলা বলে জানা গিয়েছে। খুব শিগগিরই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। ইতিমধ্যে টানা ১০ দিন ধরে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় তাঁকে সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এর পাশাপাশি গত রবিবার আর্থিক দুর্নীতি মামলায় তাঁর বাড়ি গিয়েও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
দেহ উদ্ধারের পর সেমিনার হলে ভিড় ঘিরে বিতর্ক; আরজি কর কাণ্ডে এবার ভাইরাল ভিডিয়ো, ঠিক কী বলছে পুলিস?
চিকিত্সকের দেহ তখনও পড়ে রয়েছে। সেমিনার হলে ভিড়! আরজি কর কাণ্ডে এবার ভাইরাল ভিডিয়ো ঘিরে ফের উঠছে বহু প্রশ্ন। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন। পুলিসের দাবি, 'সেমিনার হলে যেখানে দেহ পাওয়া গিয়েছিল, তার থেকে চল্লিশ ফুটের মধ্যে বহিরাগত কেউ আসেননি'। কলকাতা পুলিসের তরফে জানানো হয়েছে, 'পোরশানটাই কিন্তু, এই এগারো ফিটের মধ্যে হয়েছে। বসার ব্যবস্থাও ছিল।
বার্ড ফ্লু আতঙ্ক; পুরীর ৫৪ খামার থেকে ৫০ হাজারের বেশি মুরগি মারা হবে
ওড়িশায় বার্ড ফ্লু আতঙ্ক বাড়ছে। এর মধ্যেই পুরী জেলার পিপিলি এলাকার ৫৪ টি ফার্মের ৫০ হাজার মুরগি মারা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই, ভাইরাসের বিস্তার রোধে ১২ সদস্যের একটি দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
কীসের ভিত্তিতে খামার বাছাই করা হয়েছে তা নিয়েও ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে স্বচ্ছভাবে খামার নির্বাচন না হলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ১৫০ টিরও বেশি খামার থাকলেও, পিপিলি তেশুপুর এলাকায় ৫৪ টি খামারকেই সংক্রামিত ঘোষণা করা হয়েছে। পালটা খামার ব্যবসায়ীরা পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করেছে।
নবান্ন অভিযানে চক্রান্তের অভিযোগ রাজ্য পুলিশের!
নবান্ন অভিযানের নামে ভিড়ে মিশে গিয়ে হিংসা ছড়াতে পারে দুষ্কৃতীরা। শাসক দল তৃণমূল কংগ্রেসের পর এবার একই আশঙ্কা প্রকাশ করা হল রাজ্য পুলিশ। এমন কি, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যে সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তাদের রাজনৈতিক যোগ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ওই সংগঠনের এক নেতা শহরের এক পাঁচ তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকও করেছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।