সোমবার সকালে সিবিআই দফতরে ফের হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিনি। সিবিআই কর্তারাও দফতরে পৌঁছেছেন। এই নিয়ে দশম দিন সন্দীপ হাজিরা দিলেন সিবিআই দফতরে। আরজি কর হাসপাতালের ফরেন্সিক কর্তা দেবাশিস সোম এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠও সোমবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। গতকাল, রবিবার তাঁদের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। সোমবার তাঁদের তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। সেখানেই হাজিরা দিয়েছেন দেবাশিসরা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপকে গত শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআ। প্রতি দিন তাঁকে সিজিও কমপ্লেক্সে সকালে হাজিরা দিতে দেখা গিয়েছে। রাতে বাড়ি ফিরেছেন সন্দীপ। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। শনিবার পর্যন্ত হাজিরা দেওয়ার পর রবিবার আর সিজিওতে যাননি সন্দীপ। রবিবার ভোরেই তাঁর বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই। বেশ কিছু ক্ষণ বাড়ির বাইরে থেকে ডাকাডাকির পর সন্দীপ দরজা খোলেন। তার পর দীর্ঘ ক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপের নাম রয়েছে। সেই তদন্তের সূত্রেই রবিবার তাঁর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সোমবার সিজিওতে তাঁর হাজিরা ধর্ষণ-খুনের মামলাতেই। তবে দেবাশিস এবং সঞ্জয় আর্থিক অনিয়মের মামলায় হাজিরা দিয়েছেন।
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
ভারী বৃষ্টি আর কত দিন?
নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল কলকাতা। রবিবার দিনভর কমবেশি বৃষ্টি হয়েছে গোটা শহরে। এর পাশাপাশি গোটা রাত চলেছে ভারী বর্ষণ। যার জেরে সোমবার সকালে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। সকালেও বৃষ্টি থামেনি।
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
সন্দীপ-ঘনিষ্ঠ ফরেন্সিক শিক্ষক দেবাশিসকে এ বার নিজামে নিয়ে গেল সিবিআই!
আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোমকে নিজাম প্যালেসে নিয়ে গেল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁকে আরজি করের আর্থিক অনিয়মের তদন্তে জেরা করা হতে পারে।
শুধু সন্দীপ নয়, উঠে এল একের পর এক চমকে দেওয়া নাম!
আরজি কর দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ তাঁর ঘনিষ্ঠ ও কিছু সংস্থার অফিস মিলিয়ে হচ্ছে এই তল্লাশি। কলকাতা ও কলকাতা সংলগ্ন অঞ্চলে প্রায় ১৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা।
এদিকে, হাওড়ার সাঁকরাইলের হাঁটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতেও এই কাণ্ডে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বিপ্লব আরজি কর হাসপাতালের ভেন্ডর। সূত্রের খবর, আরজিকর হাসপাতালে দুজন ভেন্ডর ছিল। সুমন হাজরা এবং বিপ্লব সিং। ইনজেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করত এই দুজন। এমনকি সরকারি ওষুধ নিয়ে সেগুলিকে রিসাইক্লিং করে সেগুলিকে বাইরে বাজারে বিক্রি করত বিপ্লব আর সুমন। এমনটাই অভিযোগ সামনে এসেছে। আর এই ব্যবসায় তাদের সঙ্গ দিত সন্দীপ ঘোষ।
সন্দীপ ঘোষের হয়ে বিভিন্ন হোটেলে পার্টির ব্যবস্থা করা এমনকি বিভিন্ন ক্ষেত্রে কমিশন থেকে টাকা পয়সার লেনদেন সবই হত বিপ্লব আর সুমনের মাধ্যমে। এদিকে, কেষ্টপুর হানাপাড়ায় আরজি করের অ্যানাটমি বিভাগের চিকিৎসক ডাক্তার দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই চিকিৎসক। এই চিকিৎসকের বিরুদ্ধেও আখতার আলি একাধিকবার অভিযোগ করেছিলেন। সেই দেবাশিস সোমের বাড়িতেও সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে।
সিবিআই-এর তল্লাশি চলছে আরজি করের স্টোরেও। এই বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশাসনিক নথি সংরক্ষিত হয়। অপরদিকে, বেলগাছিয়া জেকে ঘোষ রোডের একটি বাড়িতে গিয়েছে সিবিআই। এই বাড়িতেই আরজি করের ভিতরে যে ক্যাফেটেরিয়া রয়েছে, তার মালিক থাকেন বলে খবর।
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
নয়া পেনশন নীতিতে সিলমোহর কেন্দ্রের!
নয়া পেনশন নীতিতে সিলমোহর দিয়ে দিল কেন্দ্রের সরকার। কেন্দ্রের এই নয়া পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম (UPS)। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্ট করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নতুন পেনশন প্রকল্পের দাবি উঠছিল অনেক দিন ধরেই। এ বার সেই দাবিতেই সিলমোহর পড়ল। আগামী বছর ১ এপ্রিল থেকে চালু হবে ইউপিএস। তবে, পেনশভোগীরা এনপিএস বা ইউপিএস— যে কোনও একটি প্রকল্প বেছে নিতে পারবেন।
বাইশ গজ ছাড়লেন শিখর!
ভারতীয় ওপেনার তথা তারকা ব্যাটার শিখর ধাওয়ান সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। বাইশ গজে আর ভারতীয় জার্সিতে দেখা যাবে না এই ওপেনারকে। এই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, 'আমি এখানেই আমার ক্রিকেট জীবনের ইতি টানলাম। আমি এই যাত্রায় অনেক সুখস্মৃতি আছে। এবং এই জীবনের জন্য আমি সবার কাছেই কৃতজ্ঞ। সবাইকে এই ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।
'দুর্নীতি চাপা দিতেই চিকিৎসককে খুন'; বিস্ফোরক মীনাক্ষী
আরজি কর হাসপাতাল ভাঙচুর কাণ্ডে পুলিশের তলবে লালবাজারে হাজিরা দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম ছাত্র যুব সংগঠনের সাতজন নেতানেত্রী। এ দিন প্রবল বৃষ্টির মধ্যেই কলেজ স্ট্রিট থেকে মিছিল করে লালবাজারে যান মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনীকা ঘোষ সহ বাম সমর্থকরা।
যদিও মিছিল আটকাতে বৌবাজারের মুখে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। তবে পুলিশের সঙ্গে কোনও সংঘাতের রাস্তায় যাননি বাম ছাত্র যুব সমর্থকরা। আইনজীবীদের সঙ্গে নিয়ে বেলা সাড়ে তিনটে নাগাদ লালবাজারে ঢোকেন মীনাক্ষীরা৷মীনাক্ষীরা লালবাজারে প্রবেশের পরেও বাইরে অপেক্ষা করতে থাকেন ডিওয়াইএফআই, এসএফআই-এর কর্মী সমর্থকরা।