আজ, সোমবার সকালে আবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে চতুর্থ বার সিবিআই দফতরে হাজিরা দিলেন তিনি। সোমবারও বেশ কিছু নথি নিয়ে দফতরে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে।
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
যুবভারতীতে পুলিসের লাঠিচার্জ, প্রতিবাদ মিছিলে ইস্টবেঙ্গল-মোহনবাগান
ময়দানের দুই যুযুধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, মোহনবাগান। এই দুই দলের সমর্থকরা যে কোনও বিষয়ে এক হতে পারে, তা রবিবার কলকাতার রাস্তায় না দেখলে সত্যিই বিশ্বাস করতে পারত না রাজ্যের মানুষ। আরজি কর ঘটনার প্রতিবাদেই এবার এক হলেন তাঁরা। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। কথা ছিল দুই দলের সমর্থকরা যৌথভাবে প্রতিবাদ জানাবেন গ্যালারি থেকে।
রবিবার সন্ধেতেই যুবভারতীর প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল হুগলী, জলপাইগুড়ি, বর্ধমান সহ বাংলার জেলায় জেলায়। যুযুধান দুই শিবির রবিবাসরীয় সন্ধ্যায় মিলিত হল বর্ধমানের কার্জনগেট চত্বরে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে সবুজ মেরুন ও লাল হলুদ শিবির এক সুরে মিলল। শহরের বিভিন্ন জায়গা থেকে দুই শিবিরের সমর্থকরা জমায়েত হয় কার্জনগেট চত্বরে। সেখানে আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস।
আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের!
এ বার আরজি কর হাসপাতালের ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা হাতে নিল শীর্ষ আদালত। এই গুরুত্বপূর্ণ মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতির পাশাপাশি বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। চলতি সপ্তাহেই ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট।
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
রোহিতেরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন পাকিস্তানে? অবস্থান জানালেন সচিব জয় শাহ
ভারতীয় ক্রিকেট দল কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী বছর পাকিস্তানে যাবে? এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সচিব জয় শাহ। এর ফলে প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বেশ কয়েক বছর। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যায় না। আবার পাকিস্তানের দলও ভারত সফরে আসে না। ২০২৩ সালে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাঠায়নি বিসিসিআই। যদিও এক দিনের বিশ্বকাপের সময় বাবর আজ়মদের ভারতে পাঠিয়েছিলেন পিসিবি কর্তারা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পিসিবি কর্তারা। স্বভাবতই প্রশ্ন উঠছে রোহিত, কোহলিদের কি আগামী বছর পাকিস্তানে পাঠাবে বিসিসিআই?
ভারতীয় বোর্ডের এই অবস্থান উদ্বেগ বৃদ্ধি করছে পিসিবি কর্তাদের। সূত্রের খবর, আইসিসির কোনও প্রতিযোগিতায় ভারতীয় দল না থাকলে সমস্যায় পড়তে পারেন আয়োজকেরা। সমস্যা হতে পারে আইসিসিরও। কারণ আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসিরও অধিকাংশ স্পনসর ভারতীয়। সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। সেটাই ভাবাচ্ছে আইসিসি এবং পিসিবি কর্তাদের।
এবার অবসরের কথা অশ্বিনের মুখে!
ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইতিমধ্যে ১০০টি টেস্ট খেলে ফেলেছেন ৩৭ বছরের এই স্পিনার। টেস্টে রয়েছে ৫১৬টি উইকেট। সেই অশ্বিন জানালেন কবে তিনি অবসর নিতে চান। ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের।
প্রসঙ্গত, কুম্বলে অবসর নেওয়ার তিন বছর পর অভিষেক হয় অশ্বিনের। প্রথম ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্যে। সেই ম্যাচে ৯ টি উইকেট নিয়ে সেরা হয়েছিলেন তিনি। সিরিজেও সেরাও হয়েছিলেন অশ্বিন। ২২টি উইকেট নিয়েছিলেন। ১২১ রান করেছিলেন।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভিক্টর!
গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন ভিক্টর বাবু। গুরুতর অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, উত্তরাখন্ডের মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা। সেখান থেকে দেরাদুনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে আইসিইউতে রাখা হয়েছিল।
এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ৭৭ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই বিচলিত তাঁর ভক্তরা।
আরজি কর ভাঙচুর কাণ্ড; তলব মীনাক্ষী সহ ৭ জনকে
আরজি কর হাসপাতালে গত বুধবার রাতে ভাঙচুর চালানোর ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি।