বেশ কয়েক মাস খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। লোকসভা নির্বাচনের প্রচারেও সন্দেশখালি ইস্যুতে হাতিয়ার করেছিল বিজেপি নেতৃত্ব। এবার সন্দেশখালি নিয়ে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে সমস্যা কোথায়?
চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর থেকে খবরের শিরোনামে সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে। রাস্তায় নামেন মহিলারা। লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালি ইস্যুতে সরব হয় বিজেপি। যদি শাসকদলের বক্তব্য ছিল, সন্দেশখালির ঘটনা সাজানো।
এবার সন্দেশখালির উন্নয়নের হাল খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী। সন্দেশখালির মানুষ কী বলছেন? সমস্যা কোথায়, তা খতিয়ে দেখতে সোমবার সুজিত বসুকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে সূত্রের খবর।