বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, বচ্চন পরিবারে চিড় ধরেছে। বৈবাহিক কলহ সম্পর্কিত একটি পোস্টে অভিষেক বচ্চন লাইক করায় সেই জল্পনা ঘনীভূত হয়েছে। ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে বাকি বচ্চন পরিবারের দূরত্ব বেড়েছে, এমনটাই জল্পনা।
সোমবার, ২২ জুলাই, ২০২৪
উঠল ৫৮ বছরের নিষেধাজ্ঞা; আরএসএস-এর কাজে যোগ দিতে সরকারি কর্মীদের আর রইল না বাধা
এবার থেকে সরকারি কর্মচারীদের আর আরএসএস-এর কাজ করার জন্য রইল না কোনও বাধা। সম্প্রতি একটি কেন্দ্রীয় সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস দাবি করেছে, গত ৫৮ বছর ধরে সরকারি কর্মীদের উপরে বহাল থাকা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নরেন্দ্র মোদির সরকার।
যদিও এই নথির সত্যতা সম্পর্কে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি।
ভারতীয় দলে অব্যাহত ডামাডোল!
ভারতীয় দলের বোলিং কোচ নিয়ে ডামাডোল এখনও চলছে। প্রথমে বোলিং কোচ হিসাবে বিনয় কুমারকে চেয়েছিলেন ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। কিন্তু পরে শোনা যায় সেই দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। এহেন পরিস্থিতিতে ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কা সফরে খেলতে নামবে ভারত। তার আগে তড়িঘড়ি বোলিং কোচের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। তবে পূর্ণ সময়ের জন্য নয়, অন্তর্বর্তীকালীন কোচ হিসাবেই কাজ করবেন প্রাক্তন ভারতীয় স্পিনার।গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরে নিজের পছন্দের একাধিক সাপোর্ট স্টাফের নাম সুপারিশ করেছিলেন বোর্ডের কাছে। তাঁর দাবি মেনে ইতিমধ্যেই সহকারী হিসেবে অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতের নাম ঘোষণা করেছে বিসিসিআই।
কোহলি আর আমার কী কথা হয়, বলতে যাব কেন!বললেন গম্ভীর
আইপিএলে তাঁর সঙ্গে বিরাট কোহলির বিবাদের খবর এখন সবার জানা। এ বার সেই গৌতম গম্ভীরই ভারতীয় দলের কোচ। অর্থাৎ, একই সাজঘরে দেখা যাবে দু-জনকে। ভারতীয় দলের সাজঘরে ক্রিকেটার বিরাট ও কোচ গম্ভীরের কোনও সমস্যা হবে না তো?
পদ ছাড়ছেন রাজ!
গত পাঁচ ধরে কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন রাজ চক্রবর্তী। তবে আর সেই দায়িত্ব নিতে চান না তিনি। চান চেয়ারম্যানের পদে অন্য কেউ আসুন।
দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা!
জুলাইয়ের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কার খবর পাওয়া গিয়েছে। সোম থেকে বুধবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। সমুদ্রেও প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। তাই ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অসম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে উত্তরবঙ্গ ঘূর্ণাবর্ত জোন এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে।
শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪
ডায়মন্ড হারবারের ভোট বাতিলের দাবি; হাইকোর্টে মামলা দায়ের ববির
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল বৃহস্পতিবার। মামলা দায়ের করেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)।
ভোটের দিন নানা জায়গায় এই ববিকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। ডায়মন্ড হারবারের ৪৭০টি বুথে পুনর্নির্বাচনের আবেদন করেছিলেন বিজেপি প্রার্থী। প্রচুর ছাপ্পা হয়েছে বলে অভিযোগ করেছিলেন ববি। তবে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোট শান্তিপূর্ণই হয়েছে এই লোকসভা কেন্দ্রে।