কয়েকদিন ধরে আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং ও তাঁর গ্যাংয়ের একের পর এক ভিডিয়ো সামনে চলে এসেছে। আড়িয়াদহের ক্লাবে কিশোরকে নগ্ন করে যৌনাঙ্গে সাঁড়াশির চাপ থেকে শুরু করে যুবককে হকিস্টিক দিয়ে পেটানোর ভিডিয়ো রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। অবশেষে সেই ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন।
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
গায়েব হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ ডেটা; OMR কাণ্ডে ফের তল্লাশি
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের তৎপর কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। এবার ওএমআর সিট খুঁজতে আরও সক্রিয় ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। জানা গিয়েছে, এবার ওএমআর শিট দুর্নীতি-কাণ্ডে সার্ভার সহ ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক এক্সামিনেশন জন্য পাঠাতে চলেছেন তদন্তকারীরা।
কেন্দ্রীয় এজেন্সির দাবি, সার্ভার ও ইলেকট্রনিক ডিভাইস থেকে বেশ কিছু ডেটা ডিলিটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই এগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হতে চলেছে। সেভাবেই ডেটা পুনঃউদ্ধারের জন্য চেষ্টা করা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না বিরাট বাহিনী!
২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু পড়শি দেশে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত। তার বদলে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসি-কে আর্জি জানাতে চলেছে বিসিসিআই। এমনটাই খবর বিসিসিআই সূত্রে।
যদিও এই প্রথম নয়, এর আগে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল। নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার।
বুধবার, ১০ জুলাই, ২০২৪
তালিকায় ১৮০ জনেরও বেশি, মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরই বদলির নির্দেশ নবান্নর
আগেই সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর এবার বিএলআরও-দের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ রাজ্যের। একসঙ্গে ১৮০ জনেরও বেশি বিএলআরও-কে বদলি করল নবান্ন।
এর পাশাপাশি, কয়েক জনকে কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হল। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যেকটি জেলার বিএলআরও-রা এই বদলির তালিকায় এসেছেন। পাশাপাশি রেভিনিউ অফিসারদেরও বদলি করল নবান্ন। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অধীনে সাম্প্রতিক কালে সবথেকে বড় বদলি।
আগামী ১২ জুলাইয়ের মধ্যে বদলি হওয়া বিএলআরও-দের রিলিজ করতে হবে। জেলায় জেলায় নির্দেশিকা দিল নবান্ন। বিএলআরও-দের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপরই শুরু হয় তৎপরতা। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতেই এই বদলি বলে নবান্ন সূত্রে খবর।
একাদশের প্রথম সেমেস্টারের দিনক্ষণ জানিয়ে দিল সংসদ!
একাদশ শ্রেণীর সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সেমেস্টারে প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রথম সেমেস্টার পরীক্ষা শুরু ১৩ ই সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ এ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর ৩টে নাগাদ শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার সময় সীমা এক ঘণ্টা ১৫ মিনিট রাখা হলেও এই নিয়ম ভিস্যুয়াল আর্টস, মিউজিক বা সংগীত ও বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু আগামী বছরের ৩রা মার্চ থেকে। শেষ ১৮ই মার্চ। দ্বিতীয় সেমেস্টারের প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে দুঘণ্টা ধরে। পরীক্ষার সময়সূচী বিজ্ঞপ্তি জারি করে জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ আরও জানিয়েছে, প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি ২০২৫-র ফেব্রুয়ারিতে নিতে পারবে স্কুল। সেখানে পরীক্ষার সময় সীমায় কোনও পরিবর্তন হবে না। সেপ্টেম্বরের প্রথম সেমেস্টারের পরীক্ষা সূচিতে প্রয়োজনে বদলানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় টিম ইন্ডিয়ার!
সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল টি-২০ বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু পরের দুই ম্যাচে জিম্বাবোয়েকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে গেল মেন ইন ব্লু। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৩ রানে জিতল ভারত।
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমান গিল। এদিন ২০ ওভারে ৪ ওভারে ১৮২ রান করে ভারতীয় দল। ওপেনিং জুটিতে ওঠে ৬৭ রান। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে দলের সঙ্গে সদ্য যোগ দেওয়া যশস্বী জয়সওয়াল ২৭ বলে ৩৬ রান করেন। অধিনায়ক শুভমান গিল ৪৯ বলে ৬৬ রান করেন।
এদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৩ রান করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করতে পারে জিম্বাবোয়ে৷ তাঁদের দলের হয়ে একমাত্র সফল ব্যাটার ডিয়ন মায়ার্স। তিনি ৪৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৩৭ রান করেন ক্লাইভ মান্দানে। কিন্তু এই লড়াই ভারতের বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩ টি উইকেট, আবেশ খান ২ টি উইকেট তুলে নেন।
মিত্র বাড়ির অন্দরমহলের ছবিতে গ্যাংস্টার জয়ন্ত সিং; কী বলবেন মদন?
আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং ও তাঁর গ্যাংয়ের একের পর এক ভিডিয়ো যখন প্রকাশ্যে আসছে, আড়িয়াদহের ক্লাবে কিশোরকে নগ্ন করে যৌনাঙ্গে সাঁড়াশির চাপ থেকে শুরু করে যুবককে হকিস্টিক দিয়ে পেটানোর ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এমন সময় নিজের বাড়িতে বসেই বিধায়ক মদন মিত্র দাবি করেছেন, এসবের পিছনে নাকি 'ঠিকাদার রয়েছে। ঠিকাদার মানে কাকে বলতে চেয়েছিলেন মদন, তা তিনি স্পষ্ট করেন নি। এমন সময় বেশ কয়েকটি ভিডিয়ো সামনে এসেছে।
জয়ন্ত সিংয়ের ক্লাবের ফেসবুক পেজে বেশ কয়েকটি ভিডিয়ো দেখা গিয়েছে।
প্রকাশ্যে আরও এক ভিডিয়ো, একের মদন মিত্রের ছেলে শুভদীপ মিত্রের একেবারে পারিবারিক অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে জয়ন্ত সিংকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জয়ন্ত সিং কেক কাটচ্ছেন, পাশে মদন মিত্রের পত্রবধূ মেঘনা মিত্র। তিনি কেক কেটে তাঁকে নিজের হাতে খাওয়ালেন। পিছনেই দাঁড়িয়ে ছিলেন মদনের ছেলে। তাঁকেও পরে কেক খাওয়ালেন জয়ন্ত।
এবার প্রশ্ন উঠছেন, তাহলে কী বলবেন মদন মিত্র? আড়িয়াদহে মা ছেলেকে পেটানোর অভিযোগের পরই জয়ন্তের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। তিনি কার রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠেছেন? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।