রাহুল দ্রাবিড়ের জায়গায় কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই ভারতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। দ্রাবিড় সরে যাওয়ার পর তাঁর সাপোর্ট স্টাফদেরও পর পর সরিয়ে দেওয়া হচ্ছে। কোচিং স্টাফদের মধ্যে কাদের নেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তালিকায় সামনের দিকে রয়েছে অভিষেক নায়ার, বিনয় কুমাররা। এই তালিকায় এঁরাই গৌতম গম্ভীর এগিয়ে। একটি রিপোর্ট অনুসারে গৌতম গম্ভীর - অভিষেক নায়ারকে অ্যাসিস্টেন্ট হিসেবে চান। বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম সামনে রয়েছে। কিন্তু এগুলিতেই সিলমোহর পড়ছে কিনা তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে। এর আগে রাহুল দ্রাবিড় যখন কোচ ছিলেন তখন ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর।
বুধবার, ১০ জুলাই, ২০২৪
পুরস্কারের ৫ কোটি ফেরালেন রাহুল!
প্রায় ১৩ বছর পর আবার বিশ্বকাপ। আর এই কাপ এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই। তবে রাহুল আর ভারতের কোচ নন। পরিবারকে প্রাধান্য দেবেন বলেই দ্রাবিড় আর কোচ হিসেবে থাকতে চানন। শত অনুরোধেও তাঁকে রাখা যায়নি। তবে যাওয়ার আগে ফের নিজেকে টিমম্যান হিসেবে প্রমাণ করলেন রাহুল দ্রাবিড়।
কিন্তু সেই পুরস্কার মূল্য নিতে অস্বীকার করেন রাহুল দ্রাবিড়। বোর্ডের তরফে দেওয়া বাড়তি পুরস্কার তিনি গ্রহণ করবেন না, দলের বাকি কোচিং স্টাফদের সমান পুরস্কার অর্থই তিনি নেবেন। রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'দ্রাবিড় তাঁর সাপোর্ট স্টাফদের মতোই আড়াই কোটি টাকা পুরস্কার মূল্য হিসেবে নিতে চান। আমরা তাঁর এই ইচ্ছেকে সমর্থন করছি।'
সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিল আদালত
সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্রের সরকার! পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে এবার মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত।
পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। গত তিন বছর ধরে এই মামলা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।
স্বামী ক্রিকেট খেলতেন; স্ত্রী-রা পরকীয়া করতেন
যে কোনও দেশই হোক, ক্রিকেটারদের জনপ্রিয়তা নিয়ে এখন কোনও প্রশ্ন নেই। তাঁদের পারফরম্যান্স থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপন সবই নারীদের দারুণভাবে আকৃষ্ট করে। তাঁরা বিশ্ব ভ্রমণ করতে পারেন, বিভিন্ন স্পনসরদের কাছ থেকে ব্লকবাস্টার ডিল পান, তাঁদের নিজ নিজ ক্রিকেট বোর্ড থেকে বিরাট বড় পে প্যাকেজ পান তাঁরা। এই ক্রিকেটাররা যেরকম বড় বড় রেকর্ড করেন এই সবের জন্যেই ফ্যানরা তাঁদের কার্যত পুজো করেন। কিন্তু এত কিছু হওয়ার পরেও রক্তমাংসে গঠিত মানুষ হিসেবে তাঁরাও দুঃখ পান। হৃদয় ও প্রেম জীবনে বিদ্ধ হয়। এমনকি এমনও একাধিক উদাহরণ আছে যখন ক্রিকেটাররা নিজেদের বিবাহিত স্ত্রীদের দ্বারা সম্পর্কের মধ্যে থাকাকলীন প্রতারিতও হয়।
ক্রীড়াবিদদের বিভিন্ন সময়ে ট্যুরে যেতে হয়। তাই তাঁরা চান তাঁদের পারিবারিক সম্পর্ক শান্তিপূর্ণ হোক। কিন্তু তাও বাকি ক্ষেত্রে বিবাহিত সম্পর্কে স্বামীরা যেভাবে প্রতারিত হয় ঠিক তেমন ভাবেই ক্রিকেটাররাও তাঁদের স্ত্রীদের দ্বারা প্রতারণার মধ্যে পড়েছেন।
যখনই কোনও ক্রিকেটারের স্ত্রীয়ের বিবাহিত থাকাকালীন পরকীয়ায় জড়িয়ে পড়ার কথা উঠবে তখনই এক ভারতীয় ক্রিকেটারের কথা আসবেই। তিনি দীনেশ কার্তিক। তাঁর প্রথম স্ত্রীয়ের নাম নিকিতা। দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী নিকিতা বানজারা, যাকে টিম ইন্ডিয়ার অন্যতম বড় ফিনিশার বলে মনে করা হয়, তাঁকেই প্রতারণা করেছিলেন তাঁর প্রথমা স্ত্রী। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান মুরলী বিজয়কে বিয়ে করেছিলেন নিকিতা। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীনেশ কার্তিক ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন। এখন এই দম্পতি একে অপরের সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন।
কোপাতে প্রথম গোল মেসির;ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা
লিওনেল মেসি দীর্ঘদিনের পর জাতীয় দলের জার্সি গায়ে গোল করলেন। এদিন কোপা আমেরিকার সেমিফাইনালে ২-০ গোলে জিতলেন মেসি বাহিনী। কানাডার বিরুদ্ধে সহজেই জিতে গেল আর্জেন্টিনা। নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে এই সেমিফাইনাল খেলা হয়েছিল।
জুলিয়ান আলভারেজ এদিন ম্যাচের ২২ মিনিটে এগিয়ে দেন। এরপর মেসি ৫১ মিনিট আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন। ম্যাক্সিমে ক্রিপেয়ু শট রিডাইরেক্ট করে দেন এবং দূর থেকে গোল করে নেন মেসি।
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
মানিক ভট্টাচার্যের নির্দেশেই OMR শিট ধ্বংস!
ওএমআর শিট ধ্বংস করেছে মানিক ভট্টাচার্য। ২০১৭-র টেট দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টে এমন বিস্ফোরক তথ্য পেশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যা দেখে বিস্মিত বিচারপতি। প্রাথমিকের OMR নষ্ট করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল আগেই। সেই মামলায় মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওএমআর শিট নষ্ট হয়েছে। পর্ষদের বোর্ড সদস্যদের কোনও পরামর্শ ছাড়াই এটা করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি হওয়া সত্বেও ওএমআর শিট নষ্ট করা হয়েছিল মানিক ভট্টাচার্যের অনুমোদনে। তিনি নিজে এই কাজ করিয়েছেন।
টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া গম্ভীরের!
অবশেষে ভারতীয় দলের পরবর্তী কোচের নাম ঘোষণা করে দিলেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। এদিন জয় শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন- "আমরা ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট ক্রমশ বদলে যাচ্ছে। আর গম্ভীর এই পরিবর্তনের পুরো সময়টা খুব কাছ থেকে দেখেছেন। কেরিয়ারে অনেক বড় দায়িত্ব সামলছেন গম্ভীর।
নতুন দায়িত্ব পেয়ে আবেগ ভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতম। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানান গম্ভীর। পোস্টে টিম ইন্ডিয়ার নতুন কোচ লেখেন,"ভারত আমার পরিচয় এবং আমি দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ।"