অবশেষে ভারতীয় দলের পরবর্তী কোচের নাম ঘোষণা করে দিলেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। এদিন জয় শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন- "আমরা ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট ক্রমশ বদলে যাচ্ছে। আর গম্ভীর এই পরিবর্তনের পুরো সময়টা খুব কাছ থেকে দেখেছেন।
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
সিবিআইয়ের কাছ থেকে বড়সড় স্বস্তি পেলেন সাংসদ!
বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা-সাংসদ দেব। নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিনচিট দেওয়া পেলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। ধোপে টিকল না বিগত লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের আগে তখন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
বাংলায় ৭ বছরে বাংলায় কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ!
বাংলায় কাজ নেই বলে অভিযোগ তুলে বার বার সরব বিরোধীরা। সরকারি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ আটকে। বাংলায় বেসরকারি ক্ষেত্রেও চাকরি হচ্ছে না বলে বিরোধীদের অভিযোগ। এই পরিস্থিতিতে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের (NSO) একটি তথ্য সামনে এল। যে তথ্য বলছে, সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে বাংলায় কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ। সেখানে মহারাষ্ট্রে এই সাত বছরে আরও ২৪ লক্ষ মানুষ কাজ পেয়েছেন। অসংগঠিত ক্ষেত্রে ২০২১-২২ অর্থবর্ষ ও ২০২২-২৩ অর্থবর্ষের বার্ষিক সার্ভের রিপোর্ট গত শুক্রবার প্রকাশ করেছে এনএসও।
সেই সার্ভেতে দেখা গিয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ, অর্থাৎ সাত বছরে বাংলায় অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন ৩০ লক্ষ মানুষ। ২০১৫-১৬ অর্থবর্ষে যেখানে বাংলায় অসংগঠিত শ্রমিকের সংখ্যা ছিল ১ কোটি ৩৫ লক্ষ, সেই সংখ্যা সাত বছর পর কমে হয়েছে ১ কোটি ৫ লক্ষ। অন্যদিকে, এই সাত বছরে কর্নাটকে কাজ হারিয়েছেন ১৩ লক্ষ মানুষ। সেখানে তামিলনাড়ুতে ১২ লক্ষ, উত্তর প্রদেশে ৭ লক্ষ ৯১ হাজার, অন্ধ্র প্রদেশে ৬ লক্ষ ৭৭ হাজার, কেরলে ৬ লক্ষ ৪০ হাজার, অসমে ৪ লক্ষ ৯৪ হাজার এবং তেলঙ্গানায় ৩ লক্ষ ৪৪ হাজার মানুষ এই সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন।
সোমবার, ৮ জুলাই, ২০২৪
শ্রীলঙ্কার মাটিতে খেলবেন না বিরাট কোহলি-রোহিত শর্মা!
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। এর পরেই একই ঘোষণা করেছেন রবীন্দ্র জাডেজা। তবে বিরাট, রোহিতরা বাকি দুই ফরম্যাটে দেশের হয়ে খেলবেন, এমনটাই জানিয়েছিলেন খোদ বোর্ড সচিব জয় শাহ। জিম্বাবোয়ে সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দু-ম্যাচ হয়ে গিয়েছে। সিরিজ এখন ১-১ অবস্থায়।
সামনে ভারতের ঠাসা ক্রীড়াসূচি। ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ। এরপর ভারতে আসবে বাংলাদেশ ক্রিকেট টিম। দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি রয়েছে। সব মিলিয়ে ভারতের পরবর্তী সূচিতে ১০টি টেস্ট রয়েছে। বোর্ড সচিব জয় শাহ সদ্য ঘোষণা করেছেন, তিনি আশাবাদী রোহিত শর্মার নেতৃত্বে এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতবে ভারত। টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার পর এ বার প্রত্যাশাও বেড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর। তবে সামনে এই ১০টি টেস্টের কারণেই বিরাট, রোহিত, বুমরাকে বেছে বেছে সাদা বলের সিরিজে খেলানো হতে পারে।
প্রশ্নফাঁস বিতর্ক; NEET-UG কাণ্ডে সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে
প্রশ্নফাঁসের জেরে বাতিল হবে নিট-ইউজি? সোমবার তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট। তবে প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্র এবং এনটিএ-র কাছে বিস্তারিত তথ্য তলব করল আদালত। কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নবাণ, প্রশ্নফাঁস হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর ব্যপ্তি কতটা তা জানতে হবে? কতজন পরীক্ষার্থী এর সুবিধা পেয়েছে?
NEET-UG অর্থাৎ সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী নিজেদের সেরাটা উজাড় করে দেন এই পরীক্ষার পিছনে। অথচ সেই পরীক্ষাতেই বিরাট কেলেঙ্কারি অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁস হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। এদিন সেই সমস্ত আবেদনের শুনানি ছিল। প্রশ্নফাঁস মেনে নিয়েও শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছিল, খুব ব্যাপক আকারে প্রশ্নফাঁস হয়নি। এদিন কেন্দ্রের সেই দাবিকে কার্যত উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দিল, "আগে থেকেই বলবেন না যে কিছু হয়নি।"
ভারতীয় কোচের দায়িত্ব শেষ, আইপিএলে কোথায় নাম লেখাবেন দ্রাবিড়?
প্রায় আড়াই বছর ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এ বার ভারতীয় ক্রিকেট দল থেকে বিদায় নিলেন তিনি। সেই দ্রাবিড় কি তা হলে আইপিএলের কোনও দলের দায়িত্ব নেবেন? কোন দল নিতে পারে দ্রাবিড়কে?
মুম্বই কোচ হিসাবে দ্রাবিড়কে নিতে পারে। সেই দলে হার্দিক পাণ্ড্য অধিনায়ক। মার্ক বাউচার এখন কোচ। কিন্তু ২০২০ সালের পর থেকে এক বারও ফাইনাল খেলতে পারেনি মুম্বই।
কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন মেন্টর গৌতম গম্ভীর। কিন্তু তিনিই ভারতীয় দলের আগামী কোচ বলে শোনা যাচ্ছে। গম্ভীর সেই দায়িত্ব নিলে দ্রাবিড়কে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। গম্ভীরের মতো অভিজ্ঞ ক্রিকেটারের অভাব পূরণ করতে পারেন দ্রাবিড়। কেকেআর মেন্টর হিসাবেই নিতে পারে দ্রাবিড়কে। কারণ কোচ হিসাবে দলে চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছেন। সেই সঙ্গে আরও অনেক সাপোর্ট স্টাফ রয়েছেন দলে।
বিরাটকে সেদিন বাঁচিয়ে ছিলেন ধোনি; ক্যাপ্টেন কুলই নির্মাণ করেছিলেন কিং কোহলিকে
আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পরেই সেঞ্চুরিতে বিরাটের নাম। কিন্তু বিরাট কোহলির কেরিয়ার সামলেছিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্বাচকেরা বিরাটের ফর্ম দেখে দল না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেদিন ধোনি রুখে দাঁড়ান। ধোনি তাঁর নেতৃত্বে খেলোয়াড়দের প্রচুর সুযোগ দিয়েছিলেন। সে রোহিতই হোক বা বিরাট। ২০১২ সালে অস্ট্রেলিয়া সফরে যখন বিরাটের অফ ফর্ম চলছিল বিরাটের। সেই সময়ে জাতীয় নির্বাচকেরা দল থেকে বিরাটকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেন।
কিন্তু ধোনি কোহলির উপরে ভরসা দেখান, তিনি দলেই রেখে দেন কোহলিকে।