হার্দিক পান্ডিয়ার ফ্যানরা তাঁর বিবাহবিচ্ছেদের খবরে বেশ ব্যথিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর যখন তিনি কেঁদেছিলেন, তখন সবাই তাঁর কষ্ট অনুভব করেছিল। হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ দীর্ঘদিন ধরে একসঙ্গে ছবি পোস্ট করেননি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠানে স্ত্রী ছাড়াই হাজির হয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
সোমবার, ৮ জুলাই, ২০২৪
রবিবার, ৭ জুলাই, ২০২৪
টেস্ট ও ওডিআইতে কে ভারতের অধিনায়ক? জানিয়ে দিলেন জয় শাহ
বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জিতে ভারতীয় দলের আইসিসি ট্রফি খরা কাটিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর হাত ধরেই ১৭ বছর পর ফের একবার টি-২০ ক্রিকেটে বিশ্বজয় করেছে টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপ জিতেই ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। তবে ওডিআই ও টেস্ট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন খোদ রোহিত শর্মা। তবে রোহিত শর্মার বয়স ৩৭ পেরিয়েছে।
ব্যাটে বলে জিম্বাবোয়েকে দুরমুশ করে হারাল ভারত!
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শুভমন গিলের ভারত এখন জিম্বাবোয়ে রয়েছে। হারারেতে প্রথম টি-২০ ম্যাচেই ভারত হেরে যায় ১৩ রানে। আর এরপরেই শুভমনের স্কোয়াডের বিস্তর সমালোচনা হয়েছিল। সমালোচনার রেশ কাটার আগেই, ভারত একেবারে হাড়েমজ্জায় সিকান্দার রাজাদের বুঝিয়ে দিল যে, টিম ইন্ডিয়া কী জিনি। প্রথম টি-২০ হারের কয়েক ঘণ্টার ব্য়বধানে দারুণ প্রত্যাবর্তন ভারতের। ১০০ রানে দ্বিতীয় টি-২০ জিতে শুভমনরা সিরিজ ১-১ করল। আর এদিন অভিষেক শর্মা ঐতিহাসিক সেঞ্চুরিতে ভর করেই ভারত রানের পাহাড়ে পিষে দেয় 'দ্য জুয়েল অফ আফ্রিকা'কে।
এদিন হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো চমকপ্রদ সেঞ্চুরি করেন অভিষেক শর্মা।
শনিবার, ৬ জুলাই, ২০২৪
ভারত হিন্দু রাষ্ট্র নয়, প্রতিফলন ভোটের ফলে: অমর্ত্য সেন
ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, সেটা এবারের ভোটের রায়ে প্রতিফলিত হয়েছে। এমনটাই মত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। মোদি সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত অর্থনীতিবিদ বলছেন, এবারের লোকসভা ভোটের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে। প্রতীচী ট্রাস্টের তরফে প্রায় প্রতি বছরই একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়।
বিশ্বজয়ের ৭ দিনের মাথায় ১৩ রানে লজ্জার হার ভারতের!
বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলি। সেই তালিকায় নাম লিখিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। এবার নতুনদের পালা ভারতের জয়রথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জিম্বাবোয়ে সফরকে তারই প্রস্তুতিপর্ব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একঝাঁক নতুন মুখে সমৃদ্ধ দল নিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ পর্যন্ত জিম্বাবোয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে হারতে হল শুভমানদের।
এদিন হারারের মাঠে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শুভমান গিল। যুক্তি ছিল, রান তাড়া করতেই অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন তাঁরা। এদিন ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও অভিষেক শর্মার। দাপটের সঙ্গেই শুরু করেছিলেন মুকেশ কুমাররা। দ্বিতীয় ওভারেই জিম্বাবোয়ের ব্যাটার ইনোসেন্ট কাইয়াকে বোল্ড করে দেন তিনি। তার পরই শুরু হয় রবি বিষ্ণোইয়ের ম্যাজিক। আইপিএলেও ভালো ফর্মে ছিলেন।
জয়ের জন্য ১১৬ রান তাড়া করতে নেমেও ব্যাটিং বিপর্যয় ভারতের। এক সপ্তাহ আগে ২০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের সাপ্লাই লাইনের দুর্দশা প্রকট করে দিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা জ়িম্বাবোয়ে। ব্যাট হাতে হতাশ করলেন দুই অভিষেককারী অভিষেক শর্মা (শূন্য) এবং রিয়ান পরাগ (২)। অসমের প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে ভারতীয় দলের হয়ে এ দিন খেলার সুযোগ পেয়েছিলেন রিয়ান। শুধু অসমই নয়, উত্তর-পূর্ব ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে জাতীয় দলে খেললেন। ব্যর্থ হলেন রুতুরাজ গায়কোয়াড় (৭) এবং রিঙ্কু সিংহও (শূন্য)। টেন্ডাই চাতারা, বেনেটদের বোলিংয়ের সামনে হারারের ২২ গজে বেশ অসহায় দেখাল ভারতের উপরের দিকের ব্যাটারদের। পরে ব্যাট করলেও পিচের বাউন্স বুঝে উঠতে পারেননি তাঁরা। ভারতীয়দের দেখে মনে হল একটু বেশিই সহজ ভাবে নিয়ে ফেলেছিলেন প্রতিপক্ষকে। তারই ফল ভুগতে হল।
২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন শুভমন এবং ধ্রুব জুরেল। পরিস্থিতির চাপে উইকেট বাঁচিয়ে খেলার দিকে নজর দেন তাঁরা। তাতেও লাভ হয়নি। দলকে ভরসা দিতে পারলেন না ধ্রুব জুরেলও (১৪ বলে ৬)। ১০ ওভারের শেষে শুভমনদের রান দাঁড়ায় ৫ উইকেটে ৪৩। জুরেলের পর পরই সাজঘরে ফিরলেন শুভমনও। সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ভারতীয় দলের অধিনায়ক করলেন ২৯ বলে ৩১ রান। ৫টি চার মারলেন তিনি। শুভমন আউট হওয়ায় ভারতের স্কোর হয় ৪৭/৬। অধিনায়ক আউট হওয়ার পর আর কোনও স্বীকৃত ব্যাটার ছিল না ভারতের। ভরসা ছিলেন কেবল অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আবেশ খানের সঙ্গে জুটি বেঁধে খানিকটা লড়াই চালালেন তিনি। আবেশকে (১৬) আউট করে রাজা আবার ভারতকে চাপে ফেলে দেন। মুকেশ কুমারকেও (শূন্য) আউট করেন তিনি। শেষ পর্যন্ত চেষ্টা করেও পারলেন না ওয়াশিংটন (২৭)। চাতারার বলে তিনি আউট হতেই ১ বল বাকি থাকতে ভারতের ইনিংস শেষ হয় ১০২ রানে।
শুভ্রাংশু ডাকলেও সাড়া দিলেন না মুকুল রায়!
রাজ্য রাজনীতির চর্চিত রাজনৈতিক চরিত্র হলেন মুকুল রায়। গত বুধবার রাত থেকে তিনি কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। পড়ে গিয়ে তার মাথায় গুরুতর চোট লাগে।
মুকুল রায়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ফিরে সোশাল মিডিয়া পোস্টে পরিস্থিতির কথা জানিয়েছেন। দলের বর্ষীয়ান সতীর্থকে হাসপাতালের বিছানায় দেখে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন কুণালবাবু, তা তাঁর পোস্টেই স্পষ্ট। ট্যুইটারে তিনি লিখেছেন, 'মুকুল রায়কে দেখে এলাম। অ্যাপোলো আইসিইউ-তে। খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। শুভ্রাংশু ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা। সক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মত পার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।'
হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। তার জন্য অস্ত্রোপচারও করা হয়েছে। অপারেশনের পর তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও তাঁর আচ্ছন্ন ভাব কাটেনি। আইসিইউ-তেই রয়েছেন মুকুল রায়। ছেলে শুভ্রাংশু হাসপাতালে বাবার সর্বক্ষণের সঙ্গী। এছাড়া বেশ কয়েকজনকে দেখা গিয়েছে যারা প্রতিদিন হাজির থাকছেন মুকুল রায়ের জন্য।
অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-UG-র কাউন্সেলিং!
বেশকিছি বিষয়ে বিতর্ক চললছিল। এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। শনিবার থেকেই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সেব্যাপারে আপাতত কেন্দ্রের তরফ থেকে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, নিট ইউজি সংক্রান্ত বেশ কিছু পিটিশন জমা পড়েছে ইতিমধ্যেই। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামী ৮ জুলাই সেই মামলাগুলির শুনানি রয়েছে। সেই পিটিশনগুলির রয়েছে পেপার লিকের অভিযোগ, সম্পূর্ণ পরীক্ষা বাতিলের আর্জি, এনটিএর পরীক্ষা গ্রহণ পরিচালনার পুরো প্রক্রিয়া সম্পর্কিত তদন্তের আহ্বান ইত্যাদি।
উল্লেখ্য, সম্প্রতি ইউজিসি নিট, নেট, নিট পিজি-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আশ্বাস, "যারাই আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন, তাঁদের সবাইকে কড়া শাস্তি পেতে হবে।"