আরকয়েক ঘন্টা পরই শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। প্রায় একমাসের লড়াই শেষে কার মাথায় উঠবে ক্রিকেটে সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বসেরার শিরোপা তা ঠিক করবে বার্বাডোজের ব্রিজটাউনে স্টেডিয়াম। ভারত-দক্ষিণ আফ্রিকার ট্রফির লড়াই ঘিরে চড়ছে পারদ। রোহিত শর্না ও এডেন মার্করানের দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
শনিবার, ২৯ জুন, ২০২৪
শুক্রবার, ২৮ জুন, ২০২৪
অধিনায়কত্বের জন্য তৈরিই ছিলেন না রোহিত! কী ভাবে রাজি করানো হয়েছিল? সব ফাঁস করলেন সৌরভ
এক বছরের মধ্যেই দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে বিরাটের ভারত। দু'টি বিশ্বকাপের ফাইনালে ওঠার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আর রোহিত শর্মার অধিনায়ক হওয়া নিয়েও বিতর্ক কম হয়নি। অধিনায়ক হওয়ার জন্য নাকি তৈরিই ছিলেন না রোহিত শর্মা। কী ভাবে রোহিতকে রাজি করান প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ?
ক্রিকেটকে কি আলবিদা জানাচ্ছেন বাটলার?
ম্যাচের শেষের দিকে বারবার তাঁর দিকে ক্যামেরা তাক করছিল। একের পর এক উইকেট পড়ছে। আর তাঁর চোখমুখ শুকিয়ে যাচ্ছে ততই। রিজার্ভ বেঞ্চে বসে মাথা নীচু করছেন। প্রতিনিয়ত হতাশা ঝড়ে পড়ছে, যা লুকনোর চেষ্টা করছিলেন। চেয়েছিলেন ভীষণভাবে আগেরবারের মতই এবারও অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে ইংল্যান্ডকে। কিন্তু পারলেন না।
গতকাল ভারতের বিরুদ্ধে ৬৮ রানে হারের পর বাটলার বলছেন, ''যোগ্য দল হিসেবে ভারত ফাইনাল উঠেছে। ম্য়াচ জিতেছে আমাদের বিরুদ্ধে। ওঁরা সব বিভাগেই আমাদের টেক্কা দিয়েছে। আমি ভেবেছিলাম ভারতকে ১৪০-১৪৫ এর মধ্যে আটকে রাখতে পারলে একটা সুযোগ তৈরি করা যেত। কিন্তু সেটাও পারিনি আমরা। এছাড়া চার পেসারে খেলব, নাকি পুরনো টিম কম্বিনেশন ধরে রাখব, সেটাও ভাবনার বিষয় ছিল, কিন্তু সেখানেও আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি।'' এরপরই ইংল্যান্ড অধিনায়ক বলেন, ''এই মুহূর্তে ক্রিকেট থেকে আমি বিরতি নিতে চাই। হারের পর সবাই আবেগঘন হয়ে রয়েছে। অন্য কিছু নিয়ে ভাবতেও কারও ভাল লাগছে না। খেলা থেকে কিছুদিনের বিরতি নিয়ে ফের ফিরব আমরা।'' বাটলার বিরতির কথা বললেও চৌত্রিশ ছুঁইছুঁই প্লেয়ারকে কি আদৌ জাতীয় দলের এই ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে দেখা যাবে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। যদিও বাটলার আভাস দিলেন যে এই হারের ফলে দলে কোনও পরিবর্তন এখনই হয়ত হবে না। সেক্ষেত্রে ফের কবে মাঠে ফেরেন বাটলার, তা দেখার।
কোপায় কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত মেসি!
গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও কানাডা আর চিলিকে হারিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের জায়গা করে নিয়েছে নীল-সাদা জার্সিধারীরা। কিন্তু তার মধ্যেই বিপদের কালো মেঘ মেসির চোট নিয়ে।
কোপায় উরুগুয়ের পাঁচ গোল; তবু নক আউটে জায়গা পাকা নয়
কোপায় চমক প্রায় সব সময় থাকে। এবার পাঁচ গোল দিল উরুগুয়ে। বলিভিয়াকে শুক্রবার ভোরে পাঁচ গোল দিল তারা। এর আগে ১৫ বার কোপা জিতেছে উরুগুয়ে। সেই দল ছ-পয়েন্ট পেয়ে গিয়েছে। কিন্তু এখনও নক আউটে জায়গা পাকা করতে পারেনি তারা।
প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫-এর রুটিন, কবে কী বিষয়ের পরীক্ষা? পড়ুন
প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫ সালের মাধ্যমিকের রুটিন। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু।
বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম
লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামের দল। বার্বাডোজের ব্রিজটাউনে হবে মেগা ফাইনাল। ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার বিশ্বসেরা হওয়ার যুদ্ধ। তবে ফাইনালের আগে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিরা তা হল শেষ লড়াইতেও কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি।