সদ্য শেষ হয়েছে এবারের লোকসভা নির্বাচন। রাজ্যে ২৯টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। গতবারের তুলনায় আসন সংখ্যা কমেছে বিজেপির। এই সাফল্য যে আগামী ২১ জুলাই উদযাপন করা হবে, তা আগেই বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের পরই অভিষেক জানিয়েছিলেন, কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছেন তিনি। এর মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রে তাঁকে যেতে দেখা গেলেও কোনও রাজনৈতিক বৈঠক বা কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। আপাতত অভিষেককে নিয়েই জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।
অভিষেক নিজেই জানিয়েছিলেন, চিকিৎসা করানোর জন্য ছুটি নিয়ে দেশের বাইরে যাচ্ছেন তিনি। নিজেই এক্স মাধ্যমে জানিয়েছিলেন সে কথা। এবার জুলাই মাস এগিয়ে আসতেই তৎপর হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতরে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। কর্মসূচি সফল করতে সর্বস্তরে চিঠি পাঠানো হচ্ছে। আর সেই চিঠিতে স্বাক্ষর রয়েছে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস এবং জয়প্রকাশ মজুমদারের।
এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি থাকতে পারবেন একুশের সভায়? বিগত বছরগুলিতে ২১ জুলাই সফল করতে ক্যামাক স্ট্রিট অফিসে বিশেষ তৎপরতা দেখা যেত। তবে এবার ব্যতিক্রম হওয়ায় চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, চিকিৎসা প্রক্রিয়া শেষ হয়ে গেলে একুশের আগেই ফিরে আসবেন অভিষেক। তবে এ নিয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি।