সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পরে তখন একে একে ভারতীয় ক্রিকেটারেরা সাজঘরে ঢুকছেন। হঠাৎ সাজঘরের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন রোহিত শর্মা। তাঁর চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকার চেষ্টা করছেন। কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। তাকিয়ে থাকলে সামনের দিকে। দেখে বোঝা যাচ্ছিল, ফাইনালে উঠে, বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। অধিনায়ক হিসাবে ২২৬ দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুলেছেন রোহিত। সেই সব কথাই হয়তো ভাবছিলেন তিনি।
শুক্রবার, ২৮ জুন, ২০২৪
ব্যাট করার সময় ১৮.২ ওভারেই ভারত বুঝে গিয়েছিল ফাইনালে উঠে গিয়েছে! কী ভাবে?জানালেন অক্ষর
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। ম্যাচ জেতার অনেক আগেই ফাইনালে উঠবে বুঝে ঠিক হয়ে গিয়েছিল তারা। ম্যাচের সেরা অক্ষর পটেলের বক্তব্য থেকে সেটাই পরিষ্কার। তাঁর মতে ব্যাট করার সময় ১৮.২ ওভারেই ম্যাচ জেতা নিশ্চিত হয়ে গিয়েছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে দেয় ভারত।
জিও-র পর রিচার্জের খরচ বাড়ছে এয়ারটেল!
রিলায়েন্স জিওর একদিন পরেই এয়ারটেল। এবার সুনীল মিত্তলের সংস্থা বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। সংস্থার তরফে একটি ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ৩ জুলাই থেকে মোবাইলের বিভিন্ন প্ল্যানের ট্যারিফ বাড়ানো হবে। দিন প্রতি ৭০ পয়সা করে বাড়তে পারে প্ল্যানের দাম। সংস্থার দাবি, খুব সামান্য পরিমাণেই বাড়ানো হচ্ছে প্ল্যানের দাম।
ফাইনালে আবার ভারত; বিপজ্জনক স্পিনে ঘায়েল ব্রিটিশ'রা
আবার একটা বিশ্বকাপের ফাইনালে ভারত। মাঝে মাত্র সাত মাস, বা আরও ভাল করে বলতে গেলে, ২২৬ দিনের ব্যবধান। গত বছরের ১৫ নভেম্বর এক দিনের বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল তারা। ফাইনালে সে বার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। শনিবার রোহিত শর্মাদের সামনে দক্ষিণ আফ্রিকা।
রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের অনবদ্য ব্যাটিং। শেষ দিকে হার্দিকের বিধ্বংসী ব্যাটিং। জাডেজা-অক্ষরের ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ অবদান। ২০ ওভারে ১৭১ রান তোলে ভারত।
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন একাদশ নামাতে চলেছে ভারত? থাকছে বড় চমক
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় মেগা সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ইংল্যান্ড।
সেমিফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে।
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল / শিবম দুবে, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা / যুজবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার (উইকেটকিপার, অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রাশিদ, রিসি টপলে।
নিট-ইউজি প্রশ্নফাঁস; প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের
নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহারে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের। পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে মণীশ প্রকাশ এবং আশুতোষ নামের দুই ব্যক্তিকে। এমনটাই জানা গিয়েছে। দুজনের বিরুদ্ধেই নিট পীরক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে।
রোহিত শর্মাকে প্রশংসায় ভরালেন অস্ট্রেলিয়ার স্টার ব্যাটার!
প্রায় ১৩ বছর ধরে আইসিসি ট্রফির খরা চলছে ভারতের। সম্প্রতি গতবছর হারতে হয়েছে ওডিআই বিশ্বকাপের ফাইনাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখতে হয়েছে হারের মুখ। গতবার টি-২০ বিশ্বকাপের সেমিতেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এবার সেমিফাইনালের ফের ভারতের প্রতিপক্ষ ব্রিটিশরা।
মিচিল মার্শ আরো জানান, " ২০২৩ বিশ্বকাপে ভারতের রানকে আমরা একটা লিমিটে রাখতে পেরেছিলাম কারণ সেবারে আমরা রোহিত শর্মাকে তাড়াতাড়ি আউট করতে পেরেছিলাম। আমাদের জন্য যে কাজটা ট্রাভিস হেড করে, ভারতের জন্য সেটা রোহিত শর্মা করে। তবে রোহিত শর্মা অনেক বেশি এক্সপেরিয়েন্সড এবং তিনি একজন 'ক্লাস' প্লেয়ার।"