মালয়ালম ভাষা অনুসরণ করে রাজ্যের নাম হবে 'কেরলম'! বাতিলের ঝুড়িতে চলে যাবে 'কেরল'। আলোচনা চলছিল গত কয়েক বছর ধরেই। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রস্তাব মেনে সর্বসম্মত ভাবে এই বিল পাশ হয়ে গেল সে রাজ্যের বিধানসভায়।
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
সোমবার, ২৪ জুন, ২০২৪
রোহিতের ব্যাটে রানের পাহাড়ে ভারত!
এদিন রোহিত শর্মার এই ইনিংসকে ব্যাখ্যা করা যায় না। সেন্ট লুসিয়ায় দেখা গেল রোহিত রোশনাই। মাত্র ৪১ বলে বিধ্বংসী ৯২ রানের ইনিংস খেললেন হিটম্যান। এদিন খেলার শুরু থেকে রোহিত আক্রমণের রাস্তা নিলেন। অস্ট্রেলিয়ার মতো প্রবল প্রতিপক্ষকে শুরুতেই ব্যাকফুটে ফেলতে হলে আক্রমণের রাস্তা নিতেই হত। বিরাট কোহলি খাতা না খুলে ফিরে যাওয়ার পরে চাপটা এসেছিল বটে ভারতের উপরে। কিন্তু রোহিতের মারমুখী ব্যাটিংয়ে সেই চাপটা পড়ল অস্ট্রেলিয়ার উপরে। ২০ ওভারে ভারত করল পাঁচ উইকেটে ২০৫। অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বোচ্চ স্কোর।
পঞ্চাশ ওভারের বিশ্বকাপে গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলেও ভারতকে ফাইনালে হারতে হয়েছিল। এদিন কি সেই চিন্তা কাজ করছিল রোহিতের মনে? বিপক্ষ দলে রয়েছেন কামিন্স, স্টার্কের মতো বোলার।
১৯ বলে অর্ধশতরান করলেন রোহিত। তার পরে খেলা যত গড়িয়েছে রোহিত আরও ভয়ংকর হয়েছেন।
রোহিত যখন এক দিকে একাই অস্ট্রেলিয়াকে শেষ করে দেওয়ার পণ করেছেন, উল্টো দিক থেকে তখন ধরার বদলে মারতে গিয়ে ফিরতে হয় পন্থকে। ঠিক যখন মনে হচ্ছে তিনি দ্রুততম সেঞ্চুরি করে ফেলবেন, ঠিক তখনই স্টার্কের ইয়র্কারে বোল্ড হন ভারত অধিনায়ক। বাইরের বল খেলতে গিয়ে আউট হন সূর্যকুমার (৩১)। স্টার্কের বলে কোনও গতি ছিল না। অফ স্টাম্পের অনেক বাইরের বলে ঝুঁকে গিয়ে ব্যাট চালালেন সূর্যকুমার। ব্যাটে লেগে বল চলে গেল উইকেটরক্ষকের হাতে। শিবম দুবেও চটজলদি ২২ বলে ২৮ রান করে যান। হার্দিক পাণ্ডিয়া শেষ পর্যন্ত রানে অপরাজিত থেকে যান।
সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন কেজরিওয়াল!
সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের জামিনের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কেজরিওয়াল।
কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা যদি এখনই কোনও রায় দিই তাহলে তা আগ বাড়িয়ে বিচার করা হয়ে যাবে।
প্রসঙ্গত, গত ২০ জুন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির একটি নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে তদন্তকারী সংস্থা ইডি। কেন্দ্রীয় এজেন্সির আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। ফলে আটকে যায় কেজরিওয়ালের মুক্তি। নিম্ন আদালতের নির্দেশকে একপেশে বলে অভিযোগ করেছিল ইডি। নিম্ন আদালতের উপর স্থগিতাদেশ জারি করে দু-পক্ষকেই ২৪ জুনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছিল, নিম্ন আদালতের রায় দু তিন দিনের জন্য সংরক্ষিত রাখছে তারা। কারণ কোনও নির্দেশ দেওয়ার আগে মামলার পুরনো নথি খতিয়ে দেখতে চায় তারা। ১০ জুলাই মামলার শুনানি হবে বলে জানিয়েছিল হাইকোর্ট।
বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি!
বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময় ধরে ছিল ব্রিটানিয়া কোম্পানি। কারখানায় স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন। অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি। কিন্তু ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তুলে সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। এই কোম্পানিতে আড়াই হাজার টন উৎপাদন হত প্রতিবছর। কর্মীরা কাজে গিয়ে হঠাৎ করেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। বাংলার শিল্পে আরও এক দুঃসংবাদ।
সরকারি জমি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ; বৈঠকে উদ্ধারের পরিকল্পনা
সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্যের আমলা-পুলিশদের। এ বার বেহাত হওয়া সরকারি জমি ফেরাতে উদ্যোগী হচ্ছে সরকার। নবান্ন সূত্রে পাওয়া খবর, সরকারি জমি বেআইনি ভাবে দখল হয়ে থাকলে কড়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার নবান্নে সমস্ত পুরসভার মেয়র, সমস্ত দফতরের সচিব, অতিরিক্ত সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের বেশির ভাগই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন বৈঠকে। নবান্ন সূত্রের খবর, বৈঠকে ভূমি দফতরের কর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ভবানী ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রাজ্য পুলিশের কর্তারা। সেই বৈঠকেই ঠিক হয়, কোন কোন জেলায় সরকারি জমি দখল করে রাখা হয়েছে, তার তালিকা তৈরি করতে বলা হবে থানাগুলিকে। সেই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা খালি করবে পুলিশ।
রবিবার, ২৩ জুন, ২০২৪
দিল্লি হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল!
আবগারি মামলায় শেষ মুহূর্তে দিল্লি হাই কোর্টে জামিন বাতিল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের।
বাংলার পর এবার বিহার; নিট দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত CBI
বাংলার পর এবার বিহার। ফের আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া নিট (NEET) দুর্নীতি মামলার তদন্তে বিহারে গিয়ে গ্রামবাসীদের হাতে কার্যত গণপিটুনি খেলেন সিবিআই অধিকারিকরা। ভাঙচুর চালানো হল কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে।
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই মামলার তদন্তে নেমে এক মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে সকাল ১০ টা নাগাদ বিহারের নওয়াদা জেলার রজৌলিতে উপস্থিত হন তদন্তকারী আধিকারিকরা। সেখানে কাসিয়াড়ি গ্রামে আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করলে তাঁদের উপর হামলা চালায় গ্রামবাসীরা। ব্যাপক মারধর করা হয় সিবিআই আধিকারিকদের। ভাঙচুর চালানো হয় এজেন্সির গাড়িতে। বেগতিক বুঝে স্থানীয় রাজৌলি থানাকে খবর দেওয়া হয় সিবিআইয়ের তরফে। সেখান থেকে বিশাল পুলিশবাহিনী এসে শান্ত করে গ্রামবাসীদের। গ্রামের বাসিন্দাদের দাবি ভুয়ো অফিসার ভেবেই তাঁদের উপর এই হামলা চলে।