দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গতকালই বর্ষা প্রবেশ করেছে, তাই বলে এখনই উত্তরের মতো দক্ষিণবঙ্গও বৃষ্টিতে ভাসবে, এমন সম্ভাবনা কম। এদিন এমন খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আভহাওয়া দফতরের অধিকর্তা, হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে।
শনিবার, ২২ জুন, ২০২৪
তিস্তা চুক্তি নিয়ে সদর্থক বার্তা মোদির!
"ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু", আজ,শনিবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে একাধিক চুক্তি সাক্ষরিত হয় দুই দেশের। এর পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়েও সদর্থক বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গিয়েছে, এদিন হায়দরাবাদ হাউসে দুই রাষ্ট্র প্রধানের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা তৈরি হয়।
হাইকমান্ড দায়িত্ব দিলে বাংলার নেতৃত্ব দিতে প্রস্তুত, সাফ জানিয়ে দিলেন ইসা
লোকসভা ভোটে পরাজয়ের পর গতকাল বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে অধীর চৌধুরী নিজেই বলেছেন, তিনি প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি। তাঁর বক্তব্য, মল্লিকার্জুন খাড়্গে দলের সর্বভারতীয় সভাপতি হওয়ার দেশের কোনও রাজ্যে কোনও সভাপতি নিযুক্ত হননি। এরপর থেকেই কানাঘুষো ছড়িয়েছে, আগামী দিনে প্রদেশ কমিটিতে সম্ভব্য পরিবর্তন নিয়ে।
প্রশ্নফাঁস রুখতে কড়া আইন;হতে পারে জেল, কোটি টাকা জরিমানাও
ইতিমধ্যে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে চলছে জোর টানাপোড়েন। তার মাঝে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের। প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ কার্যকর করার কথা ঘোষণা করা হল। এই আইন অনুযায়ী, কোনও ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়লেই হতে পারে কড়া শাস্তি। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করতে হবে।
সরকারের তরফে নির্দেশিকা জারি; অফিস ঢুকতে ১ মিনিট দেরি হলেই কাটা যাবে অর্ধেক বেতন
এবার সরকারি অফিসের চেনা ছবিটা বদলে ফেলতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের ১ মিনিট দেরিতে অফিস ঢুকলে সরকারি কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে।
শুক্রবার, ২১ জুন, ২০২৪
দেওয়া হয়েছিল ছেঁড়া OMR শিট; NEET কেলেঙ্কারির মাঝেই গুরুতর অভিযোগ
অভিযোগ আরও গুরুতর। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-এ এক পরীক্ষার্থীকে ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছে! এর পাশাপাশি ওএমআর শিট বদলে দেওয়ার নামে তাঁকে দেড় ঘণ্টা বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ তুলেছেন ওই পরীক্ষার্থী। পরে ওই উত্তরপত্র বদল তো করাই হয়নি, উপরন্তু সময় নষ্ট করে ছেঁড়া উত্তরপত্রেই তাঁকে পরীক্ষা দিতে বাধ্য করা হয়।
শুক্রবার পরীক্ষার্থীর আবেদন গ্রহণ করলেও তাঁর পরীক্ষায় বসতে চূড়ান্ত অনুমোদন দেননি কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এক বছরের জন্য ওই পরীক্ষার অরিজিনাল ওএমআর শিট এবং পরীক্ষা হলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ রাখতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। যদিও এদিন আদালতের পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন, পুনরায় ওই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এই অবস্থায় এখনই হাই কোর্ট কোনও নির্দেশ দেবে না। মামলাকারী প্রয়োজন মনে করলে শনিবার শীর্ষ আদালতে যেতে পারবেন।
সরকারি জমি দখল হওয়া রুখতে বড় পদক্ষেপ নবান্নের!
সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারের আমলা এবং পুলিশ কর্তাদের একটা বড় অংশের। শুক্রবার সে বিষয়েই পদক্ষেপ করল নবান্ন।