ভোট মিটতেই একের পর এক অশান্তি গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যে রাজ্যের বহু প্রান্ত থেকে হিংসার অভিযোগ আসছে। এমন আবহে ভোট পরবর্তী অশান্তি নিয়ে এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য। বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ গত ৬ জুন একটি নির্দেশ দিয়েছিল। তারই প্রেক্ষিতে রিপোর্ট দিল রাজ্য। ৬ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় রাজ্যের ডিজিকে ইমেইল করে অভিযোগ জানাতে পারবেন ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা।
মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
দুর্নীতিকাণ্ডে কেরলের বাম মুখ্যমন্ত্রী বিজয়নের জবাব চাইল আদালত!
দুর্নীতি মামলায় কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর কন্যা টি বীণার জবাব তলব করল কেরল হাই কোর্ট। মঙ্গলবার কেরলের আইন বিভাগের মহা নির্দশকের উদ্দেশে আদালত বলেছে, বিজয়ন এবং তাঁর কন্যাকে নোটিস পাঠাতে হবে। আগামী ২ জুলাই পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি থাকবে বলে জানিয়েছে আদালত। এই সময়ের মধ্যেই জবাব তলব করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং তাঁর কন্যার।
বীণার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিম্ন আদালতে গিয়েছিলেন কংগ্রেস বিধায়ক ম্যাথিউ কুঝালানদান। তাঁর আর্জি ছিল, আদালতের নজরদারিতে বীণার তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে তদন্ত হোক। নিম্ন আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছিল।
অভিযোগ, সরকারি ক্ষমতাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী তাঁর মেয়ের সংস্থাকে কোচি মিনারেলস-সহ বিভিন্ন সংস্থার বরাত পাইয়ে দিয়েছিলেন। কংগ্রেস বিধায়কের পাশে দাঁড়িয়েছে গোটা পরিষদীয় দল। কেরলের বিরোধী দলনেতা ভিডি সাথিসান বলেছেন, "বিধায়ক যে মামলা করেছেন, তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সিপিএম সরকার যে দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করেছে, তা ভাঙতে হবে।"
নিট বিতর্ক; এনটিএ, কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এ অনিয়মের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)-র কাছে জবাব তলব করে ফের নোটিস দিল সুপ্রিম কোর্ট। নিট-এ অনিয়ম নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে আগেই।
নিট-এ প্রশ্নফাঁস এবং ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। একসঙ্গে ৬৭ জনের প্রথম স্থান পাওয়া ওই ঢালাও নম্বর দানের ফল বলেই মনে করছেন অনেকে।
শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক!
৯০-এর দশকের বলিউডে ছবির গানের জগতে একের পর এক সোনাঝরা গান উপহার দিয়ে আজও গানপ্রেমীদের মনের মণিকোঠায় বেঁচে আছেন সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবী, তাবড় তাবড় অভিনেত্রীদের হয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে গান গেয়েছেন অলকা। সম্প্রতি এক গভীর হৃদয়বিদারক ঘটনার কথা জানান গায়িকা। বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, যার জন্য কানে শুনতে পাচ্ছেন না তিনি।
বিগত বেশ কিছুদিন ধরেই নিজেকে সমাজের থেকে আড়ালেই রেখেছিলেন অলকা ইয়াগনিক। এদিন সমাজমাধ্যমের পোস্টে অলকা লেখেন, 'আমার সমস্ত অনুরাগী, বন্ধু ও শ্রোতাদের বলছি, কয়েক সপ্তাহ আগে এক বিমান থেকে বেরিয়ে আসার সময় আমি অনুভব করলাম যে আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না। এই ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরে আমার বন্ধু-অনুরাগীদের জন্য সত্য জানাতে এসেছি। আমার কিছু কথা বলতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিলেন যে কেন আমি নিজেকে এখন আড়ালে রেখেছি, তাদের উত্তর দিতে এসেছি। আমার চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পেরেছেন যে, এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত আমি যে কারণে আমার শ্রবণশক্তি নষ্ট হতে পারে। একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে।'
সোমবার, ১৭ জুন, ২০২৪
আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি!
পরিস্থিতির বদল হচ্ছে দ্রুত। আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।
কেন্দ্রের গাফিলতিতে'ই বেহাল রেল, উত্তরবঙ্গ মেডিক্যালে দাঁড়িয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
ফের ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হল বাংলা। সোমবার সকালে উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার কাছে নিজবাড়িতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
কাঞ্চনজঙ্ঘার ভয়াবহ দুর্ঘটনা; আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদির; ঘটনাস্থলের পথে মমতা
সোমবার সাত-সকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে আচমকা ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দু-দুটি বগি। এই ঘটনায় ইতিমধ্যেই কমপক্ষে আট জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।