লোকসভার ধাক্কা কাটিয়ে ওঠার এখনও ফুরসত পাননি রাজ্যের বাম-কংগ্রেস নেতারা। এমন আবহে এসে পড়েছে বিধানসভার উপনির্বাচন। রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেই লড়াই করার সিদ্ধান্ত নিল রাজ্য বামফ্রন্ট।
শুক্রবার, ১৪ জুন, ২০২৪
নতুন বিপদে পার্থ চট্টোপাধ্যায়; কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত?
আরও বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন।
সোহমের রেস্তরাঁ কাণ্ডে তদন্ত করবে বিধাননগর গোয়েন্দা বিভাগই!
তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর রেস্তরাঁয় অশান্তির ঘটনায় তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী, বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে যেতে বলা হয়েছে। আগামী ৪ জুলাই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ। মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দেন বিচারপতি।
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ফের বিপাকে বিমল গুরুং, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
ফের বিপাকে বিমল গুরুং। মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং-এর নাম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত। যদিও এর আগে ওই খুনের মামলায় এর বিমল গুরুং-এর নাম বাদ দেওয়ার আবেদন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। আজ হাইকোর্টে সেই নির্দেশ খারিজ হয়ে গেল। বিমল গুরুং-এর নাম বাদ যাওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই এবং মদন তামাং-এর স্ত্রী ভারতী তামাং।
বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক;মুরগির ডিম, মাংস খাওয়ায় কোনও নিষেধাজ্ঞা নেই;জানাল স্বাস্থ্য দফতর
মুরগির মাংস, ডিম খাওয়া যাবে। রাজ্যে এই নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। বার্ড ফ্লু নিয়ে আতঙ্কের আবহে বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। মালদহে চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের হদিস মিলেছে।
নিট-এ বেনিয়ম;গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জনকে ফের দিতে হবে পরীক্ষা
২০২৪ সালের নিট পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ। যে ১,৫৬৩ জন পরীক্ষার্থী 'ভুল' প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন তাঁদের সেই বাড়তি গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ওই ১,৫৬৩ জন পরীক্ষার্থী চাইলে তাঁদের ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
এ বছর নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ।
একটাই রিপোর্ট কার্ডে প্রথম থেকে অষ্টম শ্রেণির নম্বর; নয়া ব্যবস্থা আসছে বাংলার স্কুলে
একটাই রিপোর্ট কার্ড। সেখানেই থাকবে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মূল্যায়নের মার্কশিট। অর্থাৎ কোনও ছাত্র বা ছাত্রী সে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেটা একটি রিপোর্ট কার্ডেই দেখা যাবে। এর মাধ্যমে সেই ছাত্র ছাত্রীর কতটা উন্নতি বা অবনতি হয়েছে, তার অগ্রগতির ধারাবাহিকতা কতটা রয়েছে সেটা ভালোভাবে বোঝা যাবে।
এই কার্ডের মাধ্যমে মাধ্যমে বেশ উপকার হতে পারে পড়ুয়াদের। আগামী শিক্ষাবর্ষ থেকে এই রিপোর্ট কার্ড চালুর ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই মতো প্রত্যেকটি স্কুলকে বলা হয়েছে যাতে এই শিক্ষাবর্ষ থেকে প্রতিটা পড়ুয়া কত নম্বর পাচ্ছে সেটা নির্দিষ্ট রিপোর্ট কার্ডে যেন নথিভুক্ত করা হয়।