প্রায় ১০ বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে দেশ। আর সেই পদে দলের প্রধান মুখ রাহুল গান্ধীকে চাইছে কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। একই সঙ্গে সোনিয়া গান্ধীকে দলের সংসদীয় দলের নেতৃত্ব দিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করানো হয়েছে। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়।
শনিবার, ৮ জুন, ২০২৪
শুক্রবার, ৭ জুন, ২০২৪
ভোটের ফলে শিক্ষা হয়েছে; ভুল স্বীকার করলেন প্রশান্ত কিশোর
তিন বছর আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রায় অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছিলেন। ফলে এবার যখন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই বিজেপি এবং এনডিএ-র একতরফা ফলের ভবিষ্যদ্বাণী করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, তখন তা নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য প্রশান্ত কিশোরের সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে।
দলবদলের জল্পনা উড়িয়ে খড়্গের ডাকে দিল্লি চললেন অধীর!
ভোটে হারার পর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের ডাকে সাড়া দিয়ে কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি চললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যাওয়ার আগে হারের কারণ নিয়ে আবার আক্রমণ শানালেন রাজ্যের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।
শনিবার দিল্লিতে কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে হাজির থাকতে অধীর রওনা দিলেন দিল্লি। শুক্রবারই বহরমপুর ছেড়ে দিল্লি রওনা দেন প্রদেশ সভাপতি। যাওয়ার আগে সরাসরি আক্রমণ শানান তৃণমূলের বিরুদ্ধে। টানা বহরমপুর থেকে জিতে আসা অধীর এ বার পরাস্ত হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে।
অবসর নিয়েও কিছুটা আবেগপ্রবণ সুনীল ছেত্রী!
কুয়েত ম্যাচের পর হোটেলে ফিরে তিনি তখন ক্লান্ত। অবসর নিয়েও কিছুটা আবেগপ্রবণ। তবু নৈশভোজের পর নিজের ঘরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন সুনীল ছেত্রী। ম্যাচের পর মিক্সড জোনে তাঁর মুখ থেকে প্রত্যেকেই কিছু শোনার আশায় থাকলেও তিনি ফাঁকি দিয়ে পরিবারের সঙ্গে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যান। কিন্তু হোটেলে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সুনীল।
অধিনায়ক থেকে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সুনীল বলেছেন, "অবসর ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিয়েছি। পরশু দিন দল কাতারের উদ্দেশে রওনা হবে। শুক্রবার রিকভারি সেশন রয়েছে। এখনও দলের হোয়াট্সঅ্যাপ গ্রুপে রয়েছি।
এর পরে সুনীলের সংযোজন, "আট তারিখ দল কাতারে যাবে। সেই যাত্রাটা আমি খুব মিস করব। নিজের যা ছিল সবটা দিয়ে দিয়েছি। খুব ভাল লাগত যদি কুয়েত ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতাম। তবে এক পয়েন্ট পেয়েও এখনও লড়াইয়ে রয়েছি। আশা করি কাতারে ছেলেরা ভাল খেলবে।"
ম্যাচের পরেই তাঁকে কাঁদতে দেখেছিলেন সমর্থকেরা। সাধারণত আবেগ নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু সুনীল বললেন, "কাঁদতে চাইছিলাম না। তবুও কান্না পেয়ে গেল। ম্যাচের সময় কিছু মনে হয়নি। কিন্তু ম্যাচের পর আচমকাই কান্না চলে আসে। জীবনে হয়তো আরও অনেক কিছু পাব বা পাব না। কিন্তু জাতীয় দলের হয়ে আর খেলতে নামব না, এটা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।"
রাজ্যের মানুষের মানসিকতা নিয়ে প্রশ্ন; বঙ্গবাসীকে তুলোধনা তথাগতর
লোকসভা ভোটে লক্ষ্যের কাছাকাছিও পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। এমনকী জেতা আসনও হাত থেকে চলে গিয়েছে। মোট ১২ টি আসন পেয়েছে গেরুয়া শিবির। একটি আসনে কংগ্রেসকে বাদ দিলে বাকি সব কেন্দ্রেই ফুটেছে ঘাসফুল।
'লক্ষ্মীর ভাণ্ডার' সম্পর্কে বলতে গিয়ে তথাগত রায় বলেন, "তৃণমূলের সব দুর্নীতি, সব চুরি ঢাকা পড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। তবে এর একটা ভয়াবহ পরিণাম আছে।" ব্যাখ্যা দিতে গিয়ে তথাগত বলেন, "পৃথিবীর নিয়ম হচ্ছে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর আজ রাজ্যের মানুষের মানসিকতা হল, বিনা পরিশ্রমে টাকা পাওয়া। সেটাই শিখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বসে আহার-নিদ্রা করেই যদি টাকা পাওয়া যা, তাহলে তার থেকে বেশি আনন্দ আর কিছুতে নেই।"
এবার বিজেপি ছাড়ছেন কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়?
ভোটে হারের পরেই পদ্মে বিমুখ কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়! পরাজয়ের দায় কার্যত দলীয় নেতৃত্বের ঘাড়ে চাপিয়ে তাঁর বক্তব্য, অন্যের কথা শুনে 'ভুল হয়েছে'। নিজের পরিকল্পনা মতো চললে ভোটে আরও কিছুটা ভাল ফল করতেন। দলের নেতাদের বিরুদ্ধে যে ভাবে সরব হয়েছেন অমৃতা, তাতে প্রশ্ন উঠেছে, এর পরেও কি তিনি রাজনীতিতে থাকবেন? অমৃতা জানিয়েছেন, "এর পরে যদি রাজনীতি করি, নিজের বুদ্ধিতেই চলব! অন্যের কথায় নয়।"
কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে অমৃতাকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি নেতৃত্ব।
ভোটে পরাজয়ের পরেই দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলে অমৃতা বলেছেন, "এই পরাজয় মানতে পারছি না। ওরা যেমন বলেছে, তেমনই করেছি। আমি তো রাজনীতিতে নতুন। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচার করেছি। যেখানে বলেছে, সেখানে গিয়েছি। অন্যের বুদ্ধিতে চলেছি। নিজের বুদ্ধিতে চললে এর চেয়ে ভাল ফল করতাম।"
এক ধাপ এগিয়ে অমৃতার ঘনিষ্ঠদের অভিযোগ, রাজবধূকে ডুবিয়েছেন তাঁর ভোটপ্রচারের দায়িত্বে থাকা নেতারা। তাঁরা দুর্নীতি করেছেন। প্রচারের জন্য আসা অর্থ সরিয়েছেন। অমৃতার এক ছায়াসঙ্গী শুক্রবার বলেন, "রানিমার কথায় কেউ কান দেননি। রানিমা চোখের সামনে দেখেছেন দুর্নীতি হচ্ছে! উনি সে কথা বলেওছেন। কিন্তু ওঁর কথা শোনা হয়নি। উল্টে এখানকার (নদিয়া এবং কৃষ্ণনগরের) নেতৃত্ব যা বলেছেন, তা-ই করতে হয়েছে। রানিমা যদি নিজের বুদ্ধিতে চলতেন, তা হলে হারতেন না।"
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
দিল্লিতে কংগ্রেসের 'হাত' ছাড়ল আপ!
দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি। ইতিমধ্যে অরবিন্দ কেজরীওয়ালের দল জানিয়ে দিল, 'ইন্ডিয়া' কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। বৃহস্পতিবার কেজরীর বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভাল ফল করতে পারেনি আপ। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও লাভ হয়নি। রাজধানীর সাতটি আসনই দখল করেছে বিজেপি। আপ-কংগ্রেস জোট সেখানে শূন্য। শুধু দিল্লিতেই নয়, সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরীর দল। তিনটিই পঞ্জাব থেকে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে তারা একাই লড়াই করার সিদ্ধান্ত নিল।'হাত' ছেড়ে দিল কেজরীর দল।