রিমলের টানে আগাম বর্ষা ঢুকল দেশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ৩১ মে একদিন আগে বর্ষা ঢুকতে পারে কেরলে। ঘূর্ণিঝড় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বর্ষারও গতি বাড়ে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও একদিন আগে অর্থাৎ নির্ধারিত সময়ের দু দিন আগে কেরলে ঢুকে পড়ল। এর আগে আন্দামানে তিন দিন আগে প্রবেশ করে বর্ষা। ১৯ মে আন্দামানে ঢুকেছিল বর্ষা।
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
ভোটগণনায় 'কাউন্টিং এজেন্ট' হিসাবে কোনও শিক্ষককে নিয়োগ করা যাবে না: নির্বাচন কমিশন
ভোটগণনার কাজে 'কাউন্টিং এজেন্ট' হিসাবে কোনও শিক্ষককে নিয়োগ করা যাবে না। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্দেশিকায় কমিশন জানিয়েছে, রাজ্যের যে কোনও সরকারি এবং সরকারপোষিত স্কুলে কর্মরত শিক্ষকদের ভোটগণনার সময়ে 'কাউন্টিং এজেন্ট' হিসাবে নিয়োগ করা যাবে না। স্থায়ী কিংবা অস্থায়ী, যে কোনও শিক্ষকের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।
দেশে ছয় দফার ভোট হয়ে গিয়েছে। বাকি কেবল সপ্তম দফা। আগামী শনিবার শেষ দফায় বাংলার ন-টি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে।
রেশন দুর্নীতিতে ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে!
রেশন দুর্নীতির মামলায় এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা।
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি।
এর আগে ২০১৯-এ রোজভ্যালি কাণ্ডেও অভিনেত্রীর নাম জড়িয়েছিল। ইডি সূত্রের খবর ছিল, রোজভ্যালির খরচে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ঋতুপর্ণা। কেন টলিউড অভিনেত্রীকে বিদেশ ভ্রমণের খরচ জোগাল গৌতম কুণ্ডুর সংস্থা, সে বিষয়ে তথ্য পেতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছিল। কয়েকটি সিনেমার স্বত্ত্ব কেনে রোজভ্যালি। সেই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এও শোনা যাচ্ছিল। যদিও এখনও অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
বুধবার, ২৯ মে, ২০২৪
বাম-বিজেপির জোটে কোন অঙ্ক? বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী
আগামী ১ জুন ২০২৪ এর লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। কলকাতা উত্তর দক্ষিণ, ডায়মন্ড হারবার থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার দমদম৷ সব কেন্দ্রেরই ভাগ্যপরীক্ষা হতে চলেছে ওইদিন। শেষ দফার এই নির্বাচন তাই সব রাজনৈতিক দলের কাছেই বড় চ্যালেঞ্জ। কিন্তু, এই দফার নির্বাচনের ঠিক আগেই বিস্ফোরক এক অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দমদমে আন্ডারস্ট্যান্ডিং? কিন্তু, কার সঙ্গে কার? বলতে গিয়েই সিপিএম ও বিজেপি-কে এক বন্ধনীতে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী। বারুইপুর, মেটিয়াবুরুজ এবং কালীঘাট। বুধবারের তিন জায়গার প্রচার মঞ্চ থেকেই মমতা দাবি করলেন, দমদম লোকসভা কেন্দ্রের জন্য গোপনে আঁতাঁত করেছে সিপিএম ও বিজেপি। কী বললেন মমতা?
কালীঘাটের সভায় মমতা বলেন, "বিজেপি-র অত্যাচার, এত আন্ডারস্ট্যান্ডিং আমি ভেবে পাই না। দমদমে আন্ডারস্ট্যান্ডিং শুনলাম। আমি কী করে ওদের সাথে জোট করব বলুন! আমি এই জন্য ওদের সাথে জোট করিনি। দমদম লোকসভায় শুনলাম বিজেপিকে সিটটা দিয়ে দেবে। আর বিধানসভা ভোটে বরানগর সিটটা সিপিআইএমকে ওরা দিয়ে দেবে।"
মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা!
ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বেরাচ্ছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার কলকাতায় জোড়া পদযাত্রাও করেছেন তিনি৷ তা-ও আবার মোদির রোড-শোয়ের দিনই।
মেটিয়াবুরুজের সভায় এদিন অভিষেকের ভূয়সী প্রশংসা করেন মমতা। তিনি বলেন, "ঝড় হোক, জল হোক, ও সারাদিন ব্যস্ত থাকে নিজের সংসদীয় এলাকা নিয়ে। আমি ওকে বারবার বলি, তোর মতো সংসদীয় এলাকা কেউ দেখতে পারবে না। এত পারিস কী করে?"
এরপরেই অভিষেকের বিরুদ্ধে ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে কেন্দ্রকে বিঁধে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, "বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও না? কত জেল আছে দেখব। কী হয় তুমি দেখ।"
ভাঙড়ে বিজেপির সভার অনুমতি বাতিল করল পুলিশ; শুভেন্দুর চ্যালেঞ্জ
ভাঙড়ে শুভেন্দু অধিকারীর জনসভা শেষ আচমকা বাতিল করেছে পুলিশ। বুধবার সেই সভা বাতিলের চিঠি হাতে নিয়েই পুলিশকে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা। এর পাশাপাশি প্রশাসনকে তাঁর চ্যালেঞ্জ— অন্যায় ভাবে এই সভা বাতিলের জবাব তিনি দেবেন ৪ তারিখের পরে। ভাঙড়ের যে মাঠে বুধবার সভা করার কথা ছিল তাঁর, ভোটে জিতে সেই মাঠেই পাল্টা কৃতজ্ঞতা জ্ঞাপন সভা করবেন তিনি।
বুধবার শুভেন্দুর সভা ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন ভাঙড়ের একটি স্কুলের মাঠে। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, নিয়ম মেনে সভার অনুমতি গত ২৬ মে নেওয়া হয়েছিল তাঁর দলের তরফে। রাজ্য পুলিশের যে সুবিধা অ্যাপে এই ধরনের সভা বা মিছিলের অনুমোদন নিতে হয়, সেই অ্যাপের মাধ্যমেই অনুমতি চাওয়া হয়। পুলিশের তরফেও এ ব্যাপারে কোনও আপত্তি তোলা হয়নি। এমনকি, মঙ্গলবার সন্ধ্যায় যখন সভার মঞ্চ এবং প্যান্ডেল বাঁধার কাজ প্রায় শেষের পথে তখন পুলিশ জানতেও চায়নি, সভা কাদের। অবশেষে বুধবার বেলা ১১ টা নাগাদ পুলিশের তরফে একটি চিঠি দিয়ে জানানো হয়, ভাঙড়ে বিজেপির ওই সভা করা যাবে না। এতেই ক্ষিপ্ত হয়েছেন শুভেন্দু।
তিন দিন পরেই ভোটগ্রহণ দক্ষিণ ২৪ পরগনার সব কেন্দ্রে; তার আগে কয়লাকাণ্ডে শওকত মোল্লাকে ডাকল সিবিআই
ঠিক তিন দিন পরেই ভোটগ্রহণ দক্ষিণ ২৪ পরগনার সব কেন্দ্রে। জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবারে আগামী ১ জুন ভোট। তার মধ্যেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সিবিআই সূত্রের খবর, এখনই হাজিরা দিতে যাচ্ছেন না শওকত। তিনি কেন্দ্রীয় সংস্থার কাছে সময় চেয়েছেন। শওকতকে বুধবারই নিজামে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মর্মে মঙ্গলবার তাঁর কাছে সিবিআইয়ের চিঠিও গিয়েছিল। সিবিআই সূত্রের খবর, শওকত বুধবার হাজিরা দেননি। বদলে সিবিআইকে তিনি জানিয়েছেন, নির্বাচনের কারণে তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন।