গত বুধবার এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বঙ্গে। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। জানানো হয়েছে, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট লাগু করা হয়েছে, তার সবক'টিতেই অনিয়ম হয়েছে। আর সেই কারণে এই বাতিলের নির্দেশ। এরপরই ফুঁসে উঠেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার, ২৪ মে, ২০২৪
বাংলাদেশের সাংসদ খুনের পরে সারারাত উল্লাস অভিযুক্তদের!
নিউটাউনের অভিজাত আবাসনের ফ্ল্যাটে তখন উপস্থিত বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজম খুনে মূল অভিযুক্ত আমানুল্লাহ। তাকে সুপারি দিয়েছিল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। ফ্ল্যাটেই ছিল আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তা রহমান ও আরও দুই অভিযুক্ত মুস্তাফিজুর ও ফয়জল। ফ্রিজের ভিতর রাখা ছিল দেহাংশ। তাতেও কিছু যায় আসেনি অভিযুক্তদের। পাশের ঘরে বসে সারারাত ধরে চলে মদ্যপান ও খাওয়াদাওয়া।
সিআইডি সূত্রে পাওয়া খবর, খুনের পর দেহাংশ ভর্তি দুটি ট্রলি ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বেরয় অভিযুক্ত সিয়াম ও জাহিদ। পেশায় কসাই জাহিদ। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের নির্দেশেই দেহ টুকরো টুকরো করে কেটে লোপাট করার ব্যবস্থা করে বলেই দাবি জাহিদের। তারা দুজন সাংসদের দেহ টুকরো টুকরো করে কাটে। দেহের মাংস ও হাড় আলাদা করে ছাড়িয়ে নেয়। যাতে তাড়াতাড়ি না পচে তাই দেহাংশে হলুদ মাখানো হয়। মাংস টুকরো করে ফেলে। গুঁড়িয়ে ফেলা হয় হাড়। সিআইডিকে জাহিদ জানায়, সে ও সিয়াম ভাড়া গাড়ি করে বাসন্তী হাইওয়ে ধরে ভাঙড়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বাংলাদেশের সাংসদের দেহাংশ বিভিন্ন প্রান্তে ফেলে দেওয়া হয়।
ইতিমধ্যে জাহিদকে গ্রেপ্তার করেছে সিআইডি। আদালতে তোলা হলে ১২ দিনের সিআইডি হেফাজতও হয়েছে তার। সিয়াম সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। জাহিদের দাবি অনুযায়ী, বাসন্তী হাইওয়ের আশপাশে তল্লাশি চালান আধিকারিকরা। দেহাংশ পাওয়া যায়নি। ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার খালে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল। দেহ খুঁজতে কাজে লাগানো হচ্ছে ড্রোন। তবে এখনও কিছুই পাওয়া যায়নি।
কলকাতায় অতি ভারী বৃষ্টি এবং ঝড় চলবে টানা দু-দিন ধরে; দক্ষিণের আরও দুই জেলায় দুর্যোগ নিয়ে সতর্কতা
সাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শনিবার সকালে তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ঝড়। রবিবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ইতিমধ্যে দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
সন্দেশখালির বিজেপি নেত্রী তৃণমূলে!
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। সরস্বতী পুজোর দিন। উত্তপ্ত হয়ে উঠেছিল টাকি। সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দিয়েছিল পুলিশ। তাঁর উপস্থিতিতেই বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সুকান্ত উঠে পড়েছিলেন পুলিশের গাড়ির বনেটে। সেখানেই তাঁর সঙ্গে দেখা গিয়েছিল বিজেপির এক নেত্রীকে। নাম সিরিয়া পারভিন।
তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, কবে কোথায় আছড়ে পড়বে 'রেমাল'?
২৬ মে রবিবার সন্ধের পরই তছনছ হতে পারে বঙ্গ উপকূলীয় অঞ্চল। লন্ডভন্ড হতে পারে বাংলাদেশের বেশকিছু অঞ্চল। বলছে মৌসম ভবন। ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, যা ক্রমে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপটি উত্তর -পূর্বদিকে অগ্রসর হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ নিম্নচাপটি বঙ্গোপসাগর লাগোয়া মধ্য-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ অঞ্চলে অবস্থান করছে।
নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল যেতেই উঠল গো ব্যাক স্লোগান!
ষষ্ঠ দফা ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। প্রাণ গিয়েছে এক বিজেপি কর্মীর। জখম আরও অন্তত সাত জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এরইমধ্যে এদিন বিকালে নতুন করে উত্তেজনার ছবি দেখা গেল নন্দীগ্রামে।
'কমিশন সিদ্ধান্ত অবৈধ'; কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতে অভিজিৎ
মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসিত মন্তব্যে 'সেন্সর। স্রেফ কমিশনে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ নয়, হাইকোর্টে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থীর মতে, 'কমিশন যে পর্যবেক্ষণ দিয়েছে, তা আদর্শ নির্বাচনী বিধির বাইরে। অপমান ও মানহানির অভিযোগ পদক্ষেপ নেওয়া হোক'।
ঘটনাটি ঠিক কী? হাইকোর্টে প্রাক্তন নয়, এখন বিজেপি প্রার্থী। ভোট-প্রচার ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় মুখ্যমন্ত্রী। হলদিয়া এক জনসভায় তিনি বলেন, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়?
বসিরহাট কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী এই রেখা পাত্র। সন্দেশখালিকাণ্ডে নাম জড়িয়েছেন তাঁর। কীভাবে? বেশ কয়েকটি গোপন ভিডিয়ো প্রকাশ্যে চলে এসেছে। ভিডিয়োগুলি সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন। একটি ভিডিয়ো একজনকে বলতে শোনা গিয়েছে, '২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ এনেছেন রেখা'! রেখার প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজি।
এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে প্রথমে শোকজ করা হয় তমলুকের বিজেপি প্রার্থীকে। এরপর মঙ্গলবার কমিশন নির্দেশ দেয়, ২৪ ঘণ্টার জন্য বিজেপি প্রার্থীকে প্রচার থেকে বিরত থাকতে হবে অথবার আগেই শেষ করতে হবে প্রচার। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না অভিজিৎ।